নতুন পুরোনো ঢঙে চুল

চুল দুই ভাগ করে নিন। এবার নিচ থেকে গোল গোল পেঁচিয়ে রোল করে নিন। মডেল: সূর্য, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন
চুল দুই ভাগ করে নিন। এবার নিচ থেকে গোল গোল পেঁচিয়ে রোল করে নিন। মডেল: সূর্য, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন

নিজের চেহারায় বা লুকে পরিবর্তন আনতে চান? সেটা শুধু মেকআপেই সম্ভব নয়। পুরো মেকওভারে নতুনত্ব আনতে চুলের বাঁধনে পরিবর্তন আনাও দরকার। সেটা যদি নিখুঁত না হয়, তবে যেন সাজের ষোলো আনাই মাটি হয়ে যায়।

মডেল: ওশিন
মডেল: ওশিন

সাজপোশাকের সঙ্গে মিলিয়ে চুলের বাঁধন জুতসই হলে তবেই আসে পরিপূর্ণতা। এই সময়ে ক্যাজুয়াল মেকআপে সাবেকি ধারা, মানে রেট্রো স্টাইল বেশ জনপ্রিয় হয়ে উঠছে। চল্লিশের দশকে রোল করে চুল বাঁধার চল ছিল। এখন খোলা চুলে বব ক্লিপ ব্যবহার করে নতুন এক ধরনের বাঁধন দেখা যাচ্ছে। পারসোনার পরিচালক নুজহাত খান দেখালেন চুল বাঁধার এমন কয়েকটি স্টাইল।

চুল দুই ভাগ করে নিন। এবার নিচ থেকে গোল গোল পেঁচিয়ে রোল করে নিন। মডেল: সূর্য, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন

কোঁকড়া বা সোজা চুলের ধরন যেমনই হোক না কেন, ক্লিপ বাঁধার এই ঢং মানিয়ে যাবে সবকিছুতেই। চেহারায় যেদিকে মানাবে, সেদিকে সিঁথি কেটে নিন। এবার (ছবির মতো করে) বব পিন লাগিয়ে নিন চুলে।

চুলগুলোকে দুই ভাগ করে বাঁ দিকে সিঁথি কাটুন। এবার ডান পাশের চুলগুলোকে দুই ভাগ করুন । প্রথমে সামনের চুলগুলো একটু পাফ করে ক্লিপ আটকে দিন। একইভাবে দুপাশে চুলগুলোকে রোল করে বেঁধে নিন। পেছনের খোলা চুলে কোঁকড়া করে নিন। চুলগুলো তিন ভাগে ভাগ করুন। সামনের চুলগুলোর শেষ মাথা পেঁচিয়ে ক্লিপ আটকান। এবার পেছনের চুলগুলোকে দুই ভাগে বেশি পাফ করে ক্লিপ দিয়ে আটকাতে হবে। বাকি চুলগুলো নিচে কোঁকড়া করে নিন।

পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ

চুল না কেটেই বব ছাঁটের মতো দেখাতে পারেন। চুল পেছনে উঁচু করে বেশি করে পাফ করে নিন। এবার নিচের চুলগুলো ভেতরে ঢুকিয়ে দিলেই চুলে আসবে বব আদল। মডেল: নাজ