পাটের ম্যাট

ছবি : নকশা
ছবি : নকশা

খাবারের থালা হাত ফসকে পড়ে ভেঙে গেলে ঠাঁই হয় ময়লার ঝুড়িতে। সেটা হোক না সিরামিক, কাচ কিংবা অন্য কিছুর। শখের বা স্মৃতিময় প্রিয় থালাটা না ফেলেই বানিয়ে ফেলা যায় দারুণ সুন্দর পরিবেশন পাত্র। চটজলদি দেখে ফেলি কীভাবে সেটি বানানো যায়।

যা যা দরকার

ভাঙা থালা   সুপার গ্লু   আঠা বা গ্লু গান   পাটের দড়ি

ছবি : নকশা
ছবি : নকশা

যেভাবে বানাতে হবে

প্রথমেই থালার যে অংশ ভাঙা, সেটি সুপার গ্লু লাগিয়ে জোড়া দিয়ে শুকিয়ে নিতে হবে।

ছবি : নকশা
ছবি : নকশা

থালাটির ঠিক মাঝবরাবর আঠা লাগিয়ে দড়ি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। প্যাঁচানোর সময় কিছুদূর পরপর আঠা লাগিয়ে নিতে হবে।

ছবি : নকশা
ছবি : নকশা

থালা প্যাঁচানোর শেষ প্রান্তে আঠা লাগিয়ে কিছুটা অংশ হাতলের মতো করে ছেড়ে দিতে হবে। আবার সমানভাবে অপর পাশেও একইভাবে হাতল বানিয়ে নিতে হবে।

ছবি : নকশা
ছবি : নকশা

এবার থালা উল্টে নিয়ে পেছনের অংশের মাঝবরাবর পেঁচিয়ে নিলেই তৈরি হবে সুন্দর ম্যাট।  এবার যেকোনোভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন এক কাপ চা।