খাবার নিয়ে হাজির অনলাইনের নারী উদ্যোক্তারা

পপ অব কালারের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘শেফ বিয়ন্ড হোম’
পপ অব কালারের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘শেফ বিয়ন্ড হোম’

অনলাইনে ঘরে তৈরি খাবারের ব্যবসা করেন এমন ১৫ জন উদ্যোক্তার অংশগ্রহণে আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে রাঁধুনি প্রেজেন্টস ‘শেফ বিয়ন্ড হোম’ শীর্ষক ফুড ফেস্টিভ্যাল। নারী উদ্যোক্তাদের মালিকানাধীন খাবারের ব্যবসাগুলোকে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ধানমন্ডির মাইডাস সেন্টারে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করছে পপ অব কালার।

উৎসবে অংশগ্রহণ করছে বোনাঞ্জা লাইফস্টাইল, ফ্লেভারিনো বাই স্যাম, কুক আপস, মলি’স ফ্যামিলি কিচেন, ডলি’স এ্যাটেলেয়ার, চাচি’স চক, হোম কিচেনেটস্, ফুড ফ্রলিক, কুক অফ, টোনা-টুনি ক্যাটারিংসহ কয়েকটি অনলাইনভিত্তিক খাবারের প্রতিষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ উৎসব। এ আয়োজনে বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন রকম ডেজার্ট, স্ন্যাকস, বেকারি আইটেম, জুস, আচার, শীতের পিঠাসহ মুখরোচক খাবার থাকবে। উৎসবে খাওয়ার পাশাপাশি ফরমাশ দেওয়া যাবে।

আয়োজনে অনলাইনে খাবারের ব্যবসাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। উৎসব সবার জন্য উন্মুক্ত।