সাজের ধারায় গত দশক

গত দশকের শেষ কয়েক বছর সাজ ছিল হালকা। মডেল: অন্তরা ও মাসিয়াত, সাজ: ফারজানা শাকিল, পোশাক: ড্রেসিডেল, ছবি: কবির হোসেন
গত দশকের শেষ কয়েক বছর সাজ ছিল হালকা। মডেল: অন্তরা ও মাসিয়াত, সাজ: ফারজানা শাকিল, পোশাক: ড্রেসিডেল, ছবি: কবির হোসেন

২০১০ সালের শুরু থেকে মেকআপে এসেছে বেশ পরিবর্তন। শুরুর দিকে প্যানকেকের মেকআপ বেশ জনপ্রিয় ছিল। ২০১৩ ও ২০১৪ সালে দেখা যায় কনট্যুরিংয়ের ব্যবহার। হাইলাইটারের ব্যবহারও দেখা গেছে এই সময়টাতে। ২০১৯ সাল শেষ হতে হতে অনেকটাই প্রাকৃতিক মেকআপের প্রচলন শুরু হয়। মেকআপের থেকে ত্বকের যত্নটাই বেশি প্রাধান্য পেয়েছে। প্রাকৃতিক মেকআপের প্রথম দিকটিই হলো কম ফাউন্ডেশনের ব্যবহার। মেকআপ ব্যবহার করলেও সেটা অতটা বোঝা যাবে না। চেহারায় থাকবে সতেজ ভাব। এ ছাড়া গত দশকে মোটা ভুরু রাখার প্রচলনও ছিল লক্ষণীয়। 

কনের সাজে টেনে অাঁকা চোখ আর গাঢ় রঙে ঠোঁট জনপ্রিয় ছিল গত দশকের প্রথম দিকে। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, গয়না: শৈলী
কনের সাজে টেনে অাঁকা চোখ আর গাঢ় রঙে ঠোঁট জনপ্রিয় ছিল গত দশকের প্রথম দিকে। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, গয়না: শৈলী

২০১০-এর দশকে শুরুতে আইলাইনার ব্যবহার করা হতো খুব। বিয়ের সাজে মোটা করে টানা আইলাইনার ব্যবহার করেছেন অনেক কনেই। এ ছাড়া গ্লিটার আইলাইনারের প্রাধান্য ছিল বেশ কয়েক বছর। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ইউটিউবে মেকআপ ভিডিওর প্রচলনের পর এই মেকআপের ধরনে অনেকটাই পরিবর্তন আসে। গত দশকে আই ল্যাশের সঙ্গে মাসকারা খুব বেশি ব্যবহার হয়েছে। ২০১৫ সাল পর্যন্ত কাপড়ের সঙ্গে মিলিয়ে চোখের মেকআপ করা হতো। কাপড় নীল, লাল, ম্যাজেন্টা বা সবুজ হলে চোখের শ্যাডো তেমনই পছন্দ করতেন অনেকেই। অর্থাৎ খুব গাঢ় রঙের আইশ্যাডো বিয়ের সাজে জনপ্রিয়তা পেয়েছিল। পার্টি মেকআপে স্মোকি আইয়ের প্রচলনও হয়েছে ২০১৩ সালের পর এবং শুরুতেই বেশ জনপ্রিয়তা পায় এ ধরনের চোখের মেকআপ।

২০১০ সালের শুরু থেকে বেশ কিছু বছর ম্যাট মেকআপ ও গাঢ় রঙের লিপস্টিকের ধারা ছিল। এ ছাড়া শাইনি, ময়েশ্চারাইজার লিপস্টিক ছিল ফ্যাশনের অংশ। ২০১৭ সালের পর গাঢ় লাল, বেগুনি, কমলা, মেরুন, ম্যাজেন্টা রঙের লিপস্টিক ছিল চলতি ধারা। 

গত দশকের একেক বছরে চুলের সাজ ছিল একেক রকম।
গত দশকের একেক বছরে চুলের সাজ ছিল একেক রকম।

২০১৯ সালে যে প্রাকৃতিক মেকআপের ধারা ছিল, তার মধ্যে একটি গ্লসি ডিউই লুক। এ ধরনের মেকআপ খুব হালকা হয়ে থাকে, যাকে বলা হয় গ্লাস স্কিন মেকআপ। ত্বকে অনেকটা লালচে ভাব, কিছুটা চকচকে ও আর্দ্র ভাব আনা হয়। এ ছাড়া সতেজ দেখা যায়। শাইনার বা লোশন—দুটি দিয়েই করা যায় এমন মেকআপ। ২০২০ সালে কনট্যুরিং কমে যাবে অনেকটাই, ব্যবহার করা হলেও তা হবে খুবই হালকা। শাইনার ও হাইলাইটারও ব্যবহৃত হবে, তবে খুব বেশি নয়। কিন্তু প্রাকৃতিক মেকআপের পাশাপাশি মুখে ব্লাশঅন গুরুত্ব পাবে। গত দশকের অনেকটা সময় ধরেই ভুরু সমানভাবে আঁকার প্রচলন ছিল। এ ছাড়া সোনালি ও ব্লন্ড চোখ ভুরু ছিল জনপ্রিয়। এই বছরগুলোর কিছুটা সময় ছিল চিকন ভুরুর প্রচলন, আবার কিছু সময় বেশ মোটা করে আঁকা ভুরু পছন্দ করেছেন মেয়েরা।

লেখক: রূপ বিশেষজ্ঞ এবং ফারজানা শাকিল’স মেকওভার স্যালনের স্বত্বাধিকারী