ছবিতে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক

>

শুরু হয়েছে দেশি ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজন ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০ ’-এর দ্বিতীয় আসর। শীতের রাতে রাজধানীর আইসিসিবি মিলনায়তনে ঝলমলে এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের ফ্যাশন বোদ্ধারা। ইউনিলিভারের ব্র্যান্ড ট্রেসেমের এই আয়োজনে সহযোগী হিসেবে আছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) ও পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান। এই ফ্যাশন আয়োজন চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

১ / ১৮
হলের বাইরে নানা রকম মরিচ বাতি আর পাটকাঠি দিয়ে সাজানো হয়।
হলের বাইরে নানা রকম মরিচ বাতি আর পাটকাঠি দিয়ে সাজানো হয়।
২ / ১৮
দেশ-বিদেশের ডিজাইনারদের এই আয়োজন এবারও যে নজর কাড়বে, সেটা প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন ডিজাইনাররা।
দেশ-বিদেশের ডিজাইনারদের এই আয়োজন এবারও যে নজর কাড়বে, সেটা প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন ডিজাইনাররা।
৩ / ১৮
হলের বাইরে ছিল আকর্ষণীয় প্রচার।
হলের বাইরে ছিল আকর্ষণীয় প্রচার।
৪ / ১৮
হলের বাইরে ছিল আকর্ষণীয় প্রচার।
হলের বাইরে ছিল আকর্ষণীয় প্রচার।
৫ / ১৮
ফ্যাশন উইক চলবে তিন দিন।
ফ্যাশন উইক চলবে তিন দিন।
৬ / ১৮
ফ্যাশন উইকে দেশি ২১ জনসহ মোট ৩০ জন ডিজাইনার তাঁদের কাজ তুলে ধরবেন।
ফ্যাশন উইকে দেশি ২১ জনসহ মোট ৩০ জন ডিজাইনার তাঁদের কাজ তুলে ধরবেন।
৭ / ১৮
পন্ডসের আকর্ষণীয় মঞ্চ।
পন্ডসের আকর্ষণীয় মঞ্চ।
৮ / ১৮
প্রবেশপথে নিরাপত্তাব্যবস্থা।
প্রবেশপথে নিরাপত্তাব্যবস্থা।
৯ / ১৮
বাংলাদেশ ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন নয়জন বিদেশি ডিজাইনার।
বাংলাদেশ ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন নয়জন বিদেশি ডিজাইনার।
১০ / ১৮
ফ্যাশন উইকে অংশগ্রহণকারী একেকজন ডিজাইনার কাজ করেছেন একেকটি থিম ধরে।
ফ্যাশন উইকে অংশগ্রহণকারী একেকজন ডিজাইনার কাজ করেছেন একেকটি থিম ধরে।
১১ / ১৮
ট্রেসমের প্রচার।
ট্রেসমের প্রচার।
১২ / ১৮
অংশগ্রহণকারীদের প্রস্তুতি।
অংশগ্রহণকারীদের প্রস্তুতি।
১৩ / ১৮
সাজসজ্জা চলছে।
সাজসজ্জা চলছে।
১৪ / ১৮
প্রথম দিনের রানওয়েতে মডেলদের সাজের দায়িত্বে ছিলেন আফরোজা পারভীন।
প্রথম দিনের রানওয়েতে মডেলদের সাজের দায়িত্বে ছিলেন আফরোজা পারভীন।
১৫ / ১৮
ট্রেসমের পণ্য।
ট্রেসমের পণ্য।
১৬ / ১৮
চলছে সাজ।
চলছে সাজ।
১৭ / ১৮
এই কিউতে মূলত নানা রকম চুলের স্টাইল দেখানো হয়।
এই কিউতে মূলত নানা রকম চুলের স্টাইল দেখানো হয়।
১৮ / ১৮
চুলের অভিনব স্টাইল।
চুলের অভিনব স্টাইল।