শিশুদের বসন্ত

বসন্ত দিনে রঙিন পোশাকে এমনই আনন্দে মাতবে শিশু। মডেল: পদ্মহেম, পৃথ্বী ও পরমব্রত। পোশাক: ক্লাব হাউস, মিথ ও রঙ বাংলাদেশ । ছবি: কবির হোসেন
বসন্ত দিনে রঙিন পোশাকে এমনই আনন্দে মাতবে শিশু। মডেল: পদ্মহেম, পৃথ্বী ও পরমব্রত। পোশাক: ক্লাব হাউস, মিথ ও রঙ বাংলাদেশ । ছবি: কবির হোসেন

এই তো সেদিন শহুরে পথে রিকশায় চলতে চলতে হঠাৎ শুনলাম কোকিলের ডাক। ভাবলাম, বাহ! বসন্ত তবে এসেই পড়ল। উৎসবপ্রেমী বাঙালির বসন্ত উৎসবের আয়োজন শুরু হতেও খুব একটা বাকি নেই। শিশুরাই–বা বাদ যাবে কেন? উৎসব আয়োজনে শিশুদের আনন্দ একেবারে অকৃত্রিম। বসন্ত শব্দটির সঙ্গে ফুল, রং, সৌরভ, কচি কিশোলয়—শব্দগুলো যেন সমীকরণের ধারায় চলে আসে। রঙিন পোশাকে কচি, মুখের হাসি জগতের অন্যতম সুন্দর দৃশ্য। নাই–বা হলো দেখা বিশ্বের সব বিস্ময়কে। এই হাসিই যেন মা–বাবার জীবনের ‘সব’ পাওয়া।

ছোটবেলায় হলদে শাড়ি পরে বসন্ত উৎসব উদ্‌যাপনের স্মৃতি মনের পটে ভাসে। আজও অপেক্ষা করি রঙিন দিনটির জন্য। তবে ছোটবেলার সেই নির্ঝঞ্ঝাট আনন্দের দিনগুলো তো আর ফিরে আসার নয়। শিশুর জন্য উৎসব হোক আনন্দের, প্রাণখোলা হাসির। উৎসব হোক রঙিন, ছড়িয়ে পড়ুক হাসির ফুলঝুরি। আর এই ভালো লাগা প্রকাশ পাক পোশাকের মধ্য দিয়েও।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘পয়লা ফাল্গুন উদ্‌যাপন আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। এই উৎসব সামনে রেখে শিশুদের জন্য নানা আয়োজন থাকছে লা রিভে। মেয়েশিশুদের জন্য ফ্রক, টিউনিক আর ঘাগরা চোলি থাকছে। দেশজ ঐতিহ্যের সঙ্গে মিল রাখতে কিছু তাঁতের শাড়িও আনা হয়েছে শিশুদের জন্য। ছেলেশিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, টি-শার্ট ও পোলো শার্ট। হলুদ, লাল, কমলা আর গোলাপির প্রাধান্য থাকছে পোশাকগুলোতে। শিশুদের উজ্জ্বল ও রঙিন দেখানোর ভাবনাতেই এমন রং। সুতি পোশাকই বেশি, তবে ভিসকস, শিফন আর জর্জেট কাপড়ও পাবেন পোশাকে। ফুলেল মোটিভের কাজ করা হয়েছে। হয়তো পুরো পোশাকে ছোট ছোট ফুল, বড় ফুলের নকশা দেওয়া পোশাকও থাকছে।’

শিশুদের পোশাকে থাকুক আরাম
শিশুদের পোশাকে থাকুক আরাম

রং বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস জানালেন, বসন্ত উৎসবে মেয়েশিশুদের জন্য ফ্রক, টপ, কামিজ, থ্রি-পিস আর ছেলেশিশুদের শার্ট, পাঞ্জাবি, ফতুয়া থাকছে। উভয়ের জন্য থাকছে টি-শার্ট। হলুদ, কমলা আর টিয়া রঙের মধ্যেই থাকছে পোশাকগুলো। ফুলেল নকশা থাকছে বেশির ভাগ পোশাকে। মূলত সুতি পোশাক থাকছে, কিছু লিনেনের পোশাকও পাওয়া যাবে। মা–বাবার সঙ্গে মিলিয়ে শিশুর পোশাক বেছে নেওয়ার সুযোগও থাকছে।

পোশাকে নানা ধরনের হলুদ রং
পোশাকে নানা ধরনের হলুদ রং

খুঁতের ডিজাইনার ঊর্মিলা শুক্লা জানালেন, পয়লা ফাল্গুন উপলক্ষে হলুদ, কমলা আর লাল রঙের সুতির টপ, স্কার্ট আর ট্রাউজার থাকছে মেয়েশিশুদের জন্য। পোশাকের সামনে প্যাচওয়ার্কের ইয়ক কিংবা বর্ডারে থাকছে প্যাচওয়ার্কের কাজ। ছেলেশিশুদের জন্য রঙিন কটি বেছে নিতে পারেন। কটির পুরোটা জুড়েই থাকছে প্যাচওয়ার্ক।