নকশায় বোনা দিনপঞ্জি

ডিজিটাল যুগে যতই থাকি না কেন, কাগজের দিনপঞ্জি, মানে ডায়েরির আবেদন ফুরায়নি। বিশেষ করে কাউকে উপহার হিসেবে ডায়েরি দিতেই পারেন। নকশা করা ডায়েরি হলে তো কথাই নেই। এমন ডায়েরি নিজেও বানাতে পারেন।

উপকরণ
কাঁচি, স্কেল, পেনসিল, রাবার, এ-ফোর কাগজ, ট্রেসিং পেপার, সাদা কার্বন কাগজ, কাগজের বোর্ড ২টি, কাগজের বই ১টি, পিন, ফেবিকল গাম, পপলিন সুতি কাপড় সাড়ে ১৫ x সাড়ে ১০ ইঞ্চি, পছন্দের রঙের সুতা বা লাচ্ছি সুতা, সুই, সুতা কাটার, কাপড় আটকানোর ফ্রেম ও ডায়েরির ভেতরের লাল ফিতা।