আপনার রাশি

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনার মধ্যে স্বার্থপরতা নেই। এটা আপনার একটা বড় চারিত্রিক বৈশিষ্ট্য। মহান মেষ, বর্তমান সময়ে নিজের এই গুণটিকে অতিরিক্ত কাজে লাগাবার দরকার হবে।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ রবীন্দ্রনাথ নিজের ব্যক্তিগত দুঃখ-কষ্টকে তাঁর রচনায় খুব কমই প্রতিফলিত করেছেন। অন্যের জীবন নিয়েই ছিল তাঁর যা-কিছু ভাবনা ও কাজ। আমরা কি এ থেকে উদ্বুদ্ধ হতে পারি না?

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন নারী-পুরুষকে বলা হয় পরিবর্তনের দূত। যেমন ছিলেন মিথুন নজরুল, বিপ্লবী চে প্রমুখ। আপনি ভেবে দেখুন, সমাজে আপনি আজ কী পরিবর্তন আনতে চান।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
বাস্তব কারণেই বর্তমান সময়ে সবারই বাজে খরচ কমে গেছে। টাকা জমান এবং অন্যের প্রয়োজনের দিকে নজর দিন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আপনার সৃজনশীল মন এখন খুব সক্রিয় হয়ে উঠবে। এখনই সুযোগ নতুন কিছু করার। এ থেকে আনন্দ এবং প্রশংসা—দুটোই পাবেন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
অন্যের চিন্তাকে প্রভাবিত করতে আপনার জুড়ি নেই। আপনার কর্তব্য নির্দেশ করা, আর মাছকে সাঁতার শেখাতে যাওয়া একই কথা। তাই নিজের মতো করে চলুন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার গভীর দায়িত্বশীলতার সঙ্গে এখন যুক্ত হবে নতুন কিছু পন্থা উদ্ভাবনের শক্তি। বিশাল সাফল্য পাবেন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সপ্তাহটি আপনার জন্য তুলনামূলক স্বস্তিদায়ক হবে। সাফল্য তো আছেই।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
সহিষ্ণুতা আরও একটু বাড়াতে হবে। ভাঙাতে হবে আপনার সম্পর্কে অন্যের কিছু ভুল।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে আপনি নেতা এবং অভিনেতা—উভয় ভূমিকায়ই অবতীর্ণ হবেন। এই দুই পেশার মানুষই যে অন্যের চিন্তাকে সহজে প্রভাবিত করতে সমর্থ, তা তো আপনি জানেন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
হাতের তালু না চুলকালেও জানবেন, মানি ইজ অন দ্য ওয়ে। ওফ্ফ্!

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
বিভিন্ন ব্যক্তিগত প্ল্যান পিছিয়ে যাওয়ার মানে এই নয় যে ওগুলো ব্লক খেয়ে উল্টে পড়ে রইল। ইনশা আল্লাহ, সময় আসেগা; কাম হয়েগা আপনার।