জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টস রেসিপি পর্ব ২৬ : বাঙ্গি স্মুথি

ইফতারের পানীয়তে আজকে তৈরি করতে পারেন বাঙ্গি স্মুথি। জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টসের আজকের পর্বে চলুন জেনে নিই কীভাবে বানানো যায় বাঙ্গি স্মুথি।

বাঙ্গি স্মুথি তৈরির উপকরণ:
স্পার্কলিং পানি-২০০ মিলি
দুধ-১০০ মিলি
বাঙ্গি-২০০ গ্রাম
জিরোক্যাল-২ ট্যাবলেট
বাঙ্গি স্মুথি তৈরির পদ্ধতি
বাঙ্গি স্মুথি তৈরির জন্য জুসার মিকশ্চারে সব উপকরণ যেমন বাঙ্গি, দুধ, পানি ও জিরোক্যাল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। সহজেই তৈরি হয়ে গেল পুষ্টিকর ও মজাদার বাঙ্গি স্মুথি। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন।