সাফার প্রিয় জিনস টি-শার্ট, মায়ের শাড়ি

মডেল ও অভিনয়শিল্পী সাফা কবির। তাঁর মা জেসমিন কবির, গৃহিণী। আজ দুই প্রজন্মে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।

মায়ের সঙ্গে সাফা কবির। ছবি: অধুনা
মায়ের সঙ্গে সাফা কবির। ছবি: অধুনা

১. প্রিয় পোশাক...
সাফা কবির: জিনস, টি-শার্ট। বিশেষ দিনগুলোতে কাতান শাড়ি, সালোয়ার-কামিজ পরা হয়।
মা: সুতি শাড়ি আমার প্রিয়। তবে বিশেষ দিনে জামদানি পরি।
২. কোন ধরনের খাবার পছন্দ?
সাফা কবির: মাছ-ভাত আমার পছন্দের খাবার। এ ছাড়া ভুনা খিচুড়ি, তেহারি, চীনা খাবার ও পিৎজা ভালো লাগে।
মা: ভাত, মাছ, শাকসবজি খেতে ভালো লাগে।
৩. প্রিয় সংগীতশিল্পী...
সাফা কবির: বাংলাদেশের তাহসান ও এলিটা করিম ও ভারতের অরিজিৎ সিংয়ের গান আমার ভালো লাগে। কোল্ড প্লের গানও নিয়মিত শুনি।
মা: মান্না দে, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন।
৪. প্রিয় সিনেমা...
সাফা কবির: এ ওয়াক টু রিমেম্বার ও জিন্দেগি না মেলেঙ্গে দো বারা।
মা: হাম আপকে হ্যায় কৌন, ম্যায়নে পেয়ার কিউ কিয়া।
৫. প্রিয় অভিনয়শিল্পী...
সাফা কবির: সুবর্ণা মুস্তাফা, তাহসান ও তিশা, রণবীর কাপুর, আলিয়া ভাট।
মা: রাজ্জাক ও কবরী।
৬. কোন ধরনের গান পছন্দ?
সাফা কবির: হালকা মেলোডিয়াস গান ভালো লাগে। পুরোনো দিনের বাংলা, হিন্দি গানও পছন্দ করি।
মা: পুরোনো দিনের বাংলা গান আমার পছন্দ।
৭. কখন বিরক্ত লাগে...
সাফা কবির: আমি কী চাইছি, যখন কাউকে বোঝাতে পারি না, খুব বিরক্ত লাগে। এ ছাড়া শুটিংয়ে সঠিক সময়ে পেঁৗছানোর পরও যখন কাজ শুরু হয় না।
মা: আমার একমাত্র মেয়ে যখন আমার কথা শুনতে চায় না, তখন খুব বিরক্ত লাগে।
৮. কোথায় ঘুরতে পছন্দ?
সাফা কবির: বান্দরবানের নীলগিরি।
মা: আমাদের গ্রামের বাড়ি বরিশালের মাহিলাড়া। এটি আমার প্রিয় জায়গা। সময় পেলে সেখানে ঘুরতে যেতে ইচ্ছা করে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন