হকির তারকা

প্রিয় পোশাক জিনস ও টি-শার্ট, ছবি: অধুনা
প্রিয় পোশাক জিনস ও টি-শার্ট, ছবি: অধুনা
পাঞ্জাবিও পরেন তিনি
পাঞ্জাবিও পরেন তিনি
ফরমাল পোশাকে
ফরমাল পোশাকে

রাসেল মাহমুদ জিমির প্রিয় পোশাক জিনস ও টি-শার্ট। ভালোবাসেন দলবেঁধে বাইকে ঘুরতে। দেশের বাইরে গেলেই সংগ্রহ করেন রোদচশমা আর সুগন্ধি। আজ থাকছে বাংলাদেশের জাতীয় হকির দলের এই ফরোয়ার্ডের স্টাইল।
জন্মের পর থেকেই বাবাকে দেখেছেন হকি খেলতে। তখন জিমি অবশ্য ফুটবল ভালোবাসতেন। এরপর ১৯৯৮ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হয়ে ডুব দিলেন হকি খেলায়। সুযোগ পেলেন জাতীয় হকি দলে। মজার বিষয় হচ্ছে, জিমি যখন জাতীয় দলে ঢুকলেন, তাঁর বাবা আবদুর রাজ্জাক সোনা মিয়া তখন বাংলাদেশ দলের কোচ। তাই বাবার হাত ধরেই শুরু হলো এই হকি তারকার পথচলা। জিমির পোশাকি নাম রাসেল মাহমুদ। পুরান ঢাকার ছেলে জিমি এমনিতে অল্প কথা বললেও বন্ধুদের আড্ডায় পুষিয়ে দেন তার সবটাই। জিমির ভাষায়, ‘আমার অবসরের প্রায় পুরো সময় কাটে বন্ধুদের আড্ডায়। সারা দিন ব্যস্ত থাকলেও রাতে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, এখানে-সেখানে খেতে যাওয়ার রুটিনটা তাই পাল্টাতে চাই না। এখানে আমি সবচেয়ে বেশি প্রাণবন্ত থাকি।’
যখন খেলাধুলার মধ্যে থাকেন, তখন নিয়মিত দুবেলা প্রাকটিস আর শরীরচর্চা চলে। তবে এখন রুটিনটা একটু আলাদা। অন্য কাজ না থাকলে নিজেদের পোশাকের দোকানে সময় দেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। বাসায় থাকলে কিছুটা সময় কাটে টেলিভিশনের সামনে।

চেনা সাজে জিমি
চেনা সাজে জিমি

নিজের সবচেয়ে পছন্দের যান দুই চাকার বাইকটা। সব জায়গায় যেতে সেটাতেই চেপে বসেন। যে কাজেই থাকেন না কেন, মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেটে ব্রাউজ চলে পাশাপাশি; ফেসবুক তো আছেই। কোন ধরনের পোশাক পরতে ভালোবাসেন জানতে চাইলে জিমির ঝটপট উত্তর, ‘জিনস আর টি-শার্ট। এটি ক্যাজুয়াল আর আরামদায়ক। নানা রঙের টি-শার্ট পরি। জিনস ও টি-শার্টের সঙ্গে মিলিয়ে পায়ে স্নিকার পরা হয়।’
এটা তো গেল ক্যাজুয়াল জিমি। কোনো বিশেষ দাওয়াত বা পার্টিতে? ‘সেখানে আমি তৈরি ফরমাল শার্ট-প্যান্ট-জুতা পরি। চুলে নানা রকমের স্টাইল করি।’ জিমির চুল ছোট করে ছাঁটা। সামনের দিকে একটু উঁচু করে রাখা। ডান হাতে একটা বালা আর দুই আঙুলে আংটি পরেন নিয়মিত। শুক্রবারসহ ধর্মীয় অনুষ্ঠানগুলোয় পাঞ্জাবি-পায়জামা পরেন। পাঞ্জাবির সঙ্গে পায়ে স্যান্ডেল পরেন। ভালোবাসেন রোদচশমা আর সুগন্ধি। দেশের বাইরে গেলেই কিনে আনেন নানা ব্র্যান্ডের চশমা আর সুগন্ধি। এ ছাড়া নিত্যনতুন মুঠোফোন কিনতে ভালোবাসেন। জিমি বলেন, ‘আইফোন আর স্যামসাং স্মার্টফোন আমার ভালো লাগে। নতুন কোনো সুবিধা দেখলেই সেই ফোনটা কিনতে ইচ্ছে করে।’