চটজলদি সুন্দর

ঘরেই পাবেন সৌন্দর্যচর্চার নানা উপকরণ, মডেল: অাইরিন, ছবি: নকশা
ঘরেই পাবেন সৌন্দর্যচর্চার নানা উপকরণ, মডেল: অাইরিন, ছবি: নকশা

সুন্দর থাকতে হলে কি রোজ রোজ কেবল বিউটি পারলারে ছুটতে হবে? আর সৌন্দর্যচর্চার সরঞ্জাম কেনার পেছনে ঢালতে হবে এক গাদা টাকা? না, ব্যাপারটি মোটেও সে রকম নয়; বরং চাইলেই হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে আপনি আপনার রূপচর্চা ও রূপসজ্জার কাজটি সেরে নিতে পারেন অনায়াসে। ঘরের ফেলনা জিনিসগুলো দিয়েই কীভাবে নিজেকে আরও সুন্দর করে তুলতে পারেন, সেই পরামর্শই দিয়েছেন রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা ও আফরোজা পারভীন।

ত্বকের যত্নে
 কমলা খাওয়ার পর তার খোসা ফেলে না দিয়ে শুকিয়ে গুঁড়া করে নিন। তার সঙ্গে অল্প দুধ, মধু ও বাইন্ডার হিসেবে আটা/ময়দা বা বেসন মিশিয়ে ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে ত্বক কোমল ও দীপ্তিময় হবে।
 লেবুর খোসা শুকিয়ে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি ভালো ক্লেনজার ও স্ক্রাব হিসেবে কাজ করে।
 ডিমের খোসা গুঁড়া করে তা বেসন অথবা মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে তাতে সামান্য পরিমাণ দুধ ও মধু দিয়ে মুখে লাগালে ত্বক সুন্দর হয়।
 লবঙ্গ পেস্ট করে ব্রণের ওপর লাগিয়ে রাখলে ব্রণ দূর হয়।
 জায়ফল পেস্ট করে তার সঙ্গে দুধ ও ময়দা ভালোভাবে মিশিয়ে ত্বকের দাগে ব্যবহার করলে ভালো ফল পাবেন।
 যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা শসার বোঁটার কাছের অংশ (খোসাসহ) এবং কমলার খোসা একসঙ্গে ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন। তাতে ত্বকের ব্রণ কমবে ও উজ্জ্বলতা বাড়বে।
 কলা, মধু ও ময়দার মিশ্রণ ত্বকের দীপ্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।
 শুষ্ক ত্বকের অধিকারীরা টমেটো ও গাজর একসঙ্গে ব্লেন্ড করে মুখে লাগাতে পারেন। টমেটো ভালো ব্লিচিংয়ের কাজ করে, রোদে পোড়া ভাব দূর করে। গাজর ত্বককে কমনীয় ও উজ্জ্বল করে।
 শসার বিচি, লাল আটা অথবা বেসনের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখলেও ত্বক সজীব ও উজ্জ্বল হয়।
 আলু বেটে চোখের ওপর ১০-১৫ মিনিট রেখে দিন। এটি নিয়মিত ব্যবহার করলে চোখের কালি দূর হবে।
 ব্যবহৃত টি-ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে তা চোখের পাতার ওপর কিছুক্ষণ রেখে দিন। চোখের ফোলা ভাব এবং সারা দিনের ক্লান্তি দূর হবে।
 লেবুর রস চিপে নেওয়ার পরে খোসাটুকু কনুই ও হাঁটুতে ঘষলে অতিরিক্ত কালো ভাব দূর হয়।
 পাকা পেঁপের সঙ্গে চিনির মিশ্রণ শরীরের জন্য দারুণ স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে চিনির দানা শক্ত বলে এটি মুখে লাগানো যাবে না।
 মেকআপ তুলতে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে।
 ডালিমের দু-একটি দানা চটকে ঠোঁটে কিছুক্ষণ লাগিয়ে রাখলে ঠোঁটের কালো ভাব দূর হয়।
 যাঁদের পানি নাড়াচাড়ার কাজ বেশি করতে হয়, তাঁরা হাতের কাছে একটি বাটিতে অল্প হলুদের গুঁড়া, ময়দা বা বেসন রেখে দিন। এটি দিয়েই হাত ধুয়ে ফেলুন। এতে হাত নরম ও কোমল থাকবে।

চুলের যত্নে
 গোসলের আগে টকদই ও কলা ব্লেন্ড করে কিছুক্ষণ চুলে লাগিয়ে রাখলে চুলের রুক্ষতা দূর হয়।
 চা বানানোর পর পাতিলে পড়ে থাকা চা-পাতা আরেকবার জ্বাল দিয়ে শ্যাম্পু করার পর ব্যবহার করলে চুল হয় ঝলমলে।
 কুসুম গরম পানিতে কফি আধা ঘণ্টা ভিজিয়ে রেখে সেই পানি ঠান্ডা করে চুলে ব্যবহার করলে প্রাকৃতিকভাবেই বাদামি চুল পেতে পারেন।
 লাউয়ের বিচি বেঁটে তা তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও চুল সুন্দর হয়।

রূপসজ্জায়
 নেইল আর্টের সময় টুথপিক ব্যবহার করা যেতে পারে। এটি চিকন তুলির কাজ করবে।
 চোখে এক পরত মাশকারা লাগানোর পর ব্রাশের সাহায্যে অল্প পরিমাণ বেবি পাউডার পুরো পাপড়িতে লাগিয়ে দিয়ে আরেক দফা মাশকারা লাগান। এতে আপনার পাপড়ি দেখাবে আরও ঘন ও লম্বা।