বেঙ্গল শিল্পালয়ে 'বিমূর্ত প্রশান্তি'

শিল্পী সৈয়দ হাসান মাহমুদের চিত্র প্রদর্শনী ‘বিমূর্ত প্রশান্তি’র একটি চিত্রকর্ম
শিল্পী সৈয়দ হাসান মাহমুদের চিত্র প্রদর্শনী ‘বিমূর্ত প্রশান্তি’র একটি চিত্রকর্ম

বেঙ্গল শিল্পালয়ে ‘বিমূর্ত প্রশান্তি’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে শিল্পী সৈয়দ হাসান মাহমুদের একক চিত্রকলা প্রদর্শনী ‘বিমূর্ত প্রশান্তি’। ২৩ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত ও শিল্প সমালোচক জর্জিও গুইলিয়েলমিনো, চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও শিল্প সমালোচক অধ্যাপক আবুল মনসুর।

‘বিমূর্ত প্রশান্তি’ সৈয়দ হাসান মাহমুদের চতুর্থ একক চিত্র প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৬৯টি। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

শিল্পী সৈয়দ হাসান মাহমুদের চিত্র প্রদর্শনী ‘বিমূর্ত প্রশান্তি’র একটি চিত্রকর্ম
শিল্পী সৈয়দ হাসান মাহমুদের চিত্র প্রদর্শনী ‘বিমূর্ত প্রশান্তি’র একটি চিত্রকর্ম


১৯৫৮ সালে ঢাকায় শিল্পী সৈয়দ হাসান মাহমুদের জন্ম। তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। এর আগে তিনটি একক প্রদর্শনীসহ দেশে-বিদেশে অনেক যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন এই শিল্পী। পাশাপাশি বইপত্র এবং নানা সাময়িকীর প্রচ্ছদ শিল্পী হিসেবেও কাজ করেছেন মাহমুদ।
প্রায় ১৮ বছর পর হাসান মাহমুদের কোনো একক প্রদর্শনী হচ্ছে। আয়োজকেরা জানান, প্রদর্শনীর ছবিগুলো আঁকতে গিয়ে তিনি নির্দিষ্ট কোনো ধারণাকে অবলম্বন করেননি, কোনো রূঢ় সত্যকে প্রতিষ্ঠা করতে প্রয়াসী হননি। তাঁর ছবিতে আবেগ ছাপিয়ে যায় যুক্তিকে। তিনি সামষ্টিক কোনো বক্তব্য ছড়িয়ে দেওয়ার বদলে বরং ক্ষণিকের ছোট ছোট ভালো লাগায় ভেসে যেতে পছন্দ করেন।
হাসান মাহমুদের ছবি চেনা প্রকৃতির সৌন্দর্যকে চিত্রভাষায় উপস্থাপন করে। পাশাপাশি এ প্রদর্শনীতে একজন রোমান্টিক এবং আবেগি শিল্পীর দীর্ঘ পথযাত্রার নীরব বিবর্তনেরও পরিচয় পাওয়া যাবে। সৈয়দ হাসান মাহমুদ এখন ঝাঁপি স্কুল অব আর্টে অধ্যক্ষ হিসেবে কাজ করছেন।
চিত্র প্রদর্শনী ‘বিমূর্ত প্রশান্তি’
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস
বাড়ি-২৭৫/এফ, সড়ক-২৭ পুরাতন ধানমন্ডি, ঢাকা।
উদ্বোধন ২৪ অক্টোবর, ২০১৪, সন্ধ্যা ৬টা
প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর
গ্যালারি খোলা: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা