তারকাদের ছুটির দিন

সংগীতশিল্পী তাহসান
সংগীতশিল্পী তাহসান

সংগীতশিল্পী তাহসান। অভিনয়েও তাঁর ব্যস্ততা কম নয়। কয়েক বছর ধরে শিক্ষকতাও করছেন। সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলো কীভাবে যে কেটে যায়, টেরই পান না। সারা সপ্তাহের কাজের ব্যস্ততা শেষে শুক্রবার তিনি ছুটি কাটান। এই দিনটি পুরোপুরি পরিবার আর বন্ধুবান্ধবের জন্য বরাদ্দ থাকে বলে জানান। বললেন, ‘ছুটির দিনে সাধারণত সকালেই ঘুম থেকে উঠি। এরপর নাশতা সেরে সপ্তাহের বাজার করতে বেরিয়ে পড়ি। সঙ্গে থাকে স্ত্রী মিথিলা।’ বাজার করার ক্ষেত্রে চেইন শপই তাহসানের পছন্দ। বললেন, ‘আগোরা আর মীনা বাজার থেকে প্রয়োজনীয় বাজার সেরে নিই।’
সপ্তাহের প্রয়োজনীয় বাজার শেষ করে আবার ব্যস্ততা শুরু হয় তাহসানের। বিয়ের পর থেকে দুপুরে মায়ের বাসায় খাওয়ার একটা নিয়ম দাঁড়িয়েছে। আর তাই বাসায় ফিরে গোসল করে রেডি হতে হয়। বললেন, ‘দুপুরে মায়ের বাসায় যাই। জুমার নামাজ শেষ করে মায়ের বাসায় দুপুরের খাবার খাই। এরপর কিছুক্ষণ বিশ্রাম। তারপর আবার সন্ধ্যায় বের হই। তবে রাতের একটা সময় বন্ধুবান্ধবের সঙ্গেও কাটে। কখনো কখনো বন্ধুরা সবাই মিলে রাতের খাবার বাইরে সেরে নিই।’ সংগীতশিল্পী তাহসানের গান শোনাটা হয় কেমন জানতে চাইলে বললেন, ‘গান তো শোনাই হয়। ইদানীং রেডিওতে একটি ব্যান্ডের গান খুব ভালো লাগছে। ওনড (owned) নামের এই ব্যান্ডের বেশ কিছু গান আমার বেশি ভালো লেগেছে।’ সময় পেলে ছবিও দেখেন তাহসান। তাঁর দেখা সর্বশেষ ছবিটির নাম অ্যাজ অব টুমরো। ছবিটিতে টম ক্রুজের অভিনয় খুব ভালো লেগেছে বলেও জানান তাহসান। বই পড়ার অভ্যাসটা তাহসানের দীর্ঘদিনের। তবে ইদানীং ব্যবসাসংক্রান্ত বই বেশি পড়া হয় তাঁর।