দুই প্রজন্ম
মিনারের প্রিয় মহীনের ঘোড়াগুলি, মায়ের সাবিনা ইয়াসমিন
২১ জানুয়ারি ২০১৫, ০০:৫৯
আপডেট:
২১ জানুয়ারি ২০১৫, ০১:০২
প্রিন্ট সংস্করণ
মিনার সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। মা নীলুফার ইয়াসমীন গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা। ১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে? মিনার: গরুর মাংসের কালো ভুনা, সাদা ভাত আর ডাল। মা: গরু মাংসের কালো ভুনা ও কোরমা। এ ছাড়া মুরগির মাংসও ভালো লাগে। ২. কার গান পছন্দ করেন? মিনার: অনেকেই আমার প্রিয়। তবে আমাকে উৎসাহ জোগায় মহীনের ঘোড়াগুলি ব্যান্ড। মা: শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, সৈয়দ আবদুল হাদী। এ ছাড়া ছেলের গানও ভালো লাগে। ৩. পছন্দের পোশাক মিনার: টি-শার্ট আর জিনস। তবে অনুষ্ঠানভেদে ফরমাল পোশাকও পরতে হয়।
মা: প্রতিদিনের জন্য সুতি শাড়ি। এটাই বেশি প্রিয়। মাঝেমধ্যে অনুষ্ঠানে কাতান আর রাজশাহী সিল্ক শাড়ি পরতে ভালো লাগে। ৪. চা আর কফি কোনটা পছন্দ? মিনার: চা বেশি ভালো লাগে। মা: গ্রিন টি বেশি পছন্দ। ৫. কোথায় বেড়াতে ভালো লাগে? মিনার: বাংলাদেশে সেন্ট মার্টিন ভ্রমণের ব্যাপারটি কোনো দিন ভোলার মতো না। ইঞ্জিনচালিত নৌকায় যখন যাই, তখন পাখির উড়ে যাওয়ার দৃশ্য আমার মধ্যে মুগ্ধতার জন্ম দেয়। মা: পাহাড় আর গাছপালা আমাকে বেশি টানে। কক্সবাজারও ভালো লাগে। ৬. সংবাদপত্রে যা পড়ি... মিনার: প্রথমে আমি বিনোদন পাতায় চলে যাই। এরপর কার্টুন আমার চোখে পড়ে বেশি। কারণ, আমি নিজেও কার্টুন আঁকতে ভালোবাসি। মা: আমার কাছে প্রথম পাতার খবরগুলো বেশ গুরুত্ব পায়। তারপর শেষের পৃষ্ঠা। ছেলে যেহেতু সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, তাই এরপর বিনোদন পাতার খবরাখবরে চোখ বুলাই।সাক্ষাৎকার: মনজুর কাদের
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে