সংগীতে বাড়ে স্মৃতিশক্তি

পেশাদার শিল্পীদের সংগীত পরিবেশনার প্রভাবে মানবদেহের এক ধরনের জিনের সক্রিয়তা বৃদ্ধি পায়। এতে তাদের শেখা ও মনে রাখার ক্ষমতা বাড়ে। ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। তাঁদের মতে, মানবদেহে এসএনসিএ, এফওএস ও ডিইউএসপি-ওয়ান প্রভৃতি জিন সংগীত বুঝতে সহায়ক ভূমিকা রাখে। পেশাদার শিল্পীদের সংগীত এসব জিনের কার্যকারিতা বাড়ায়। আর সংগীত শুনতে যে মনঃসংযোগ করতে হয়, তা মস্তিষ্কের জন্যও ভালো। গান-বাজনা মানুষের মস্তিষ্কের গঠনগত ও ব্যবহারিক পরিবর্তন ঘটায়। চিকিৎসায় সংগীতের প্রয়োগের ক্ষেত্রে এ গবেষণা নতুন মাত্রা যোগ করতে পারে। হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের গবেষক ইরমা জারভেলা এমন আশা প্রকাশ করেছেন। আইএএনএস।