ফেসবুকে আত্মপ্রেম

অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মানুষের ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। যাঁরা নিজের প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে স্ট্যাটাস লিখেন, তাঁদের আত্মমর্যাদাবোধ কম। আর যাঁরা নিজেদের খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও সাফল্য নিয়ে স্ট্যাটাস লিখেন, তাঁরা স্পষ্টতই আত্মপ্রেমী। তাঁরা নিয়মিত নিজেদের সাফল্য জাহির করতে পছন্দ করেন। আর যাঁদের স্ট্যাটাস, ছবি ও মন্তব্যে বেশি ‘লাইক’ পড়ে, তাঁরা সামাজিক অন্তর্ভুক্তির সুফল বেশি ভোগ করেন। আর যাঁদের ক্ষেত্রে উল্টোটা ঘটে, তাঁরা নিজেদের একঘরে বোধ করেন। যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী টারা মার্শাল ও তাঁর সহযোগী গবেষকেরা এসব কথা জানিয়েছেন। তাঁরা ৫৫৫ জন ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিত্ব যাচাই করে বহির্মুখিতা, আত্মকেন্দ্রিকতা, অকপটতা, অমায়িকতা ও সুবুদ্ধির পরিচয় চিহ্নিত করেন। আইএএনএস।