নতুন বছরে নতুন আমি

নতুন বছরে নতুন উদ্যোমে কাজের গতি বাড়িয়ে দিন। মডেল: মারিয়া, ছবি: অধুনা
নতুন বছরে নতুন উদ্যোমে কাজের গতি বাড়িয়ে দিন। মডেল: মারিয়া, ছবি: অধুনা

কর্মক্ষেত্রে নতুন বছর শুধু নতুন ক্যালেন্ডারই যুক্ত করে না, নতুন করে নিজেকে আর নিজের কাজকে গুছিয়ে নেওয়ার উদ্দীপক হিসেবে কাজ করে। বছরটা নতুন হলেও পুরোনো বছরের দাপ্তরিক হিসাব-নিকাশ কিন্তু আমাদের পেছন ছাড়ে না। কর্মক্ষেত্রে নতুন বছরের আগমনকে উৎসাহ আর কর্মস্পৃহা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচনা করা উচিত।
নতুন বছর কর্মস্থলে একটা স্বস্তির ভাব নিয়ে আসে। এ সময়টায় অফিসের কর্মীদের মন প্রফুল্ল থাকে। কাজেও মনোযোগ বাড়ার প্রবণতা দেখা যায়। অফিসের ব্যবস্থাপকদের এই সুযোগে কর্মীদের কাজের প্রতি আরও দায়িত্বশীল আর নতুন বছরের নতুন লক্ষ্যগুলো জানিয়ে দেওয়া উচিত। হার্ভার্ড বিজনেস রিভিউ সাময়িকীর মতে, নতুন বছরে কর্মক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যাঁর তিনি হলেন অফিসের কর্তা বা উচ্চপদস্থ ব্যবস্থাপকেরা। বছরের বাকি দিনগুলো কীভাবে কাটাবেন, প্রতিষ্ঠানকে কত দূরে নিয়ে যাবেন, তা নির্ভর করে আসলে অফিসের কর্তা ও উচ্চপদস্থদের মানসিকতা ও আগ্রহের ওপর। কর্তারা যদি অনুপ্রেরণা আর উৎসাহ না পান কাজে, তাহলে কর্মীদের কাজে আগ্রহ থাকবে না মোটেই। বছরের শুরুতেই তাই নতুন অনুপ্রেরণা আনুন নিজের মধ্যে আর কাজের ক্ষেত্রে দেখুন ভিন্নমাত্রা।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েকআপ বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা পরামর্শক রুবিনা খান নতুন বছরে নতুন পরিকল্পনা ও উদ্দীপনা নিয়ে কাজ শুরু করেন। তিনি বলেন, ‘নতুন বছরের শুরুতেই নিজের এবং অফিসের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করে নেওয়া উচিত আমাদের। কর্মক্ষেত্রে আমরা প্রায়ই লক্ষ্যবিহীন কাজ করি।’
রুবিনা খান কাজের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘বছরের শুরুতেই পদমর্যাদা বৃদ্ধি, বিদেশে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ, বেতন বৃদ্ধির মতো ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে গেলে আমাদের কাজে উৎসাহ বাড়ে। আর অফিসের জন্য ভালো কাজ, নতুন অফিস তৈরি, নতুন কোনো ব্যবসার সুযোগ কিংবা গেল বছরের চেয়ে দ্বিগুণ লাভ লক্ষ্য নিয়ে কাজ করলে কাজে গতিশীলতা আসে।’

নতুন বছরকে কর্মক্ষেত্রে যেভাবে কাজে লাগাবেন
* পুরো বছরের লক্ষ্য আর কাজের পরিকল্পনা কাগজে প্রিন্ট করে অফিসের নোটিশ বোর্ডে লাগিয়ে কর্মীদের মনোযোগ আকর্ষণ করতে পারেন।
* পুরোনো বছরের অফিসের সাফল্য আর ব্যর্থতার খতিয়ান সম্পর্কেও জানাতে পারেন সবাইকে।
* সহকর্মীদের সঙ্গে পুরোনো বছরের কাজসংক্রান্ত বিবাদ আর বিপত্তি কাটিয়ে ওঠার চেষ্টা করুন
* নিজের ব্যক্তিত্ব বিকাশ আর কাজে বৈচিত্র্য আনতে কাজের পাশাপাশি পেশাসংক্রান্ত বইপত্র নিয়মিত পড়তে পারেন