আনিসুল হকের ‘মা’ উপন্যাস নিয়ে আউটলুকইন্ডিয়া ডটকমে একটি পর্যালোচনা বা রিভিউ লিখেছেন মনিশঙ্কর আয়ার।
মনিশঙ্কর আয়ার মূলত ভারতীয় কূটনীতিক ও রাজনীতিবিদ। ‘ইন দ্য স্ট্রিটস অব ঢাকা’ শিরোনামে লেখা তাঁর এই পর্যালোচনায় তিনি আনিসুল হকের উপন্যাসটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণমানুষের বীরত্বগাঁথার কথা উঠে এসেছে বলে উল্লেখ করে জানিয়েছেন—লেখকের এ উপন্যাস বস্তুনিষ্ঠ এক বয়ান।
‘মা’ বইটির পর্যালোচনা করতে গিয়ে লেখক ফিরে গেছেন ৪৪ বছর আগে; স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে। তিনি সে সময় বাংলাদেশে একটি ত্রাণ কমিটির দায়িত্বে ছিলেন। সেখানে তাঁর ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক সিডনি শনবার্গের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে এনেছেন তিনি।
আয়ার তাঁর পর্যালোচনায় আনিসুল হকের ‘মা’ উপন্যাসটির ভারসাম্যের কথা উল্লেখ করে বলেছেন, এ উপন্যাসে বলা কথাগুলো উঠে এসেছে অরাজনৈতিক এক তরুণের কাছ থেকে।
আনিসুল হককে বাংলাদেশর অন্যতম জনপ্রিয় লেখক হিসেবে উল্লেখ করে আয়ার বইটির প্রশংসা করেন।
বাংলাদেশের বীরত্বগাঁথার সেই সময় যাঁদের জন্ম হয়নি, সেই তরুণ প্রজন্মকে এই বইটি পড়ার জন্যও পরামর্শ দিয়েছেন আয়ার।
মনিশঙ্কর আয়ারের লেখা রিভিউটি পড়া যাবে এই লিংক থেকে (http://www. outlookindia. com/article/In-The-Streets-Of-Dacca/ 293394)