default-image

ছেলেদের পোশাক
কালারস
ছেলেদের নানা রকম শার্ট, পাঞ্জাবি, প্যান্ট ও অন্য অনুষঙ্গ এনেছে কালারস। ঢাকার মিরপুর-২, মিরপুর-১০ এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।

default-image

সোল স্টার
ঢাকার আজিজ সুপার মার্কেটে সোল স্টার এনেছে নানা নকশার পাঞ্জাবি। এ ছাড়া টি-শার্ট এবং শার্টও পাবেন।
নতুন পোশাক
লাল সাদা নীল হলুদ
পরিবারের সব সদস্যের জন্যই নতুন পোশাক পাবেন লাল সাদা নীল হলুদে। উজ্জ্বল রঙে তাঁত, সুতি, লিনেন, অ্যান্ডি ইত্যাদি কাপড়ে তৈরি হয়েছে এসব পোশাক।
স্টাইলসেল
জমকালো নকশায় ঈদের নতুন পোশাক এনেছে স্টাইলসেল। ঢাকার গুলশান ১ নম্বরে নয় নম্বর সড়কে তাদের শাখা আছে।
জারিফ
জমকালো নকশার শাড়ি ও সালোয়ার-কামিজ এনেছে জারিফ ফ্যাশন। অনলাইনেও কেনা যাবে তাদের পণ্য।
ওয়েব: www.zariffashion.com

default-image

কলকাতায় ঢাকার রাঁধুনি
১ জুলাই কলকাতার টিভি চ্যানেল জি বাংলায় প্রচার হলো ঢাকার রাঁধুনি সাজেদা রুমার রেসিপি। সুদীপা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় ‘জি বাংলা রান্নাঘর’ অনুষ্ঠানে তিনি অংশ নেন। কিছুদিন আগে তিনি কলকাতার হ্যাংলা হেঁসেল ম্যাগাজিনে ই-মেইলের মাধ্যমে তাঁর দু-তিনটি রান্নার রেসিপি পাঠান। সেসব রেসিপি থেকে নারকেল-কাঁচা মরিেচ মুরগি মাংসের রেসিপিটি ছাপানো হয়। ফলে তিনি জি বাংলায় রান্না করার সুযোগ পান। রুমা বলেন, ‘রান্না একটি শিল্প। কোনো খাবারকে নতুনভাবে, সহজে কীভাবে উপস্থাপন করা যায় সেটিই প্রধান বিষয়।’
সৌন্দর্যচর্চা
ঢাকার ধানমন্ডিতে ড্রিমস বিউটি পারলার ২০ রমজান পর্যন্ত দেবে সৌন্দর্যচর্চায় ছাড়। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হ্যাপি আওয়ার সুবিধায় পাবেন বিশেষ ছাড়।

বিজ্ঞাপন
মন্তব্য করুন