সালটা ২০১৭। সবে অনার্স শেষ করা ছাত্র আমি। চাকরির জন্য সাক্ষাৎকারও দিচ্ছিলাম নিয়মিত; কিন্তু অভিজ্ঞতাবিহীন চাকরি পাওয়া কি অত সহজ? তাই ভাবলাম দেশের বাইরেই ভালো পড়াশোনা করব, কাজও করব, অভিজ্ঞতাও বাড়বে; পাশাপাশি নাগরিকত্বও পাব। দেরি না করে যেমন কথা, তেমনই কাজ।
২০১৮ সালের শুরুর দিকে ভিসা নিয়ে ইউরোপে আসার পর পর্তুগাল নিয়ে অনেক গবেষণা করতে হয়েছিল আমাকে। তা ছাড়া সব মিলিয়ে দেশটিকেই আমার পছন্দের তালিকায় শীর্ষে রাখার ফলে যথাসময়ে বৈধতাও পেয়ে যাই। ২০২০ সালে দেশে আসার কথা থাকলেও করোনা মহামারি সংকটের কারণে আর ফেরা হয়ে ওঠেনি। তাই ভাবলাম মহামারির শেষ সময়ের আগমুহূর্তে টিকা নিয়ে তবেই বাড়ি ফিরব।
সবকিছু মিলিয়ে দীর্ঘদিন পর দেশে আসা আমার মতো সব প্রবাসীর মনে এক অনন্য ভালো লাগার কারণও হয়ে থাকে। বিশেষ করে পরিবার–পরিজন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা তাঁদের চোখেমুখে কান্নার ছাপই প্রত্যেক প্রবাসীর মনে না–বলা এক নীড়ে ফেরার আনন্দ প্রকাশ পায় তখন কিছু মুহূর্তের জন্য।