বাহান্নোর স্মৃতি নিয়ে একুশ বার বার
ফিরে আসে বাংলার জনপদে,
আসে স্মরণ করিয়ে দিতে মায়ের ভাষায়
কথা বলার অধিকার অর্জনে—
ভাষা শহীদদের আত্মত্যাগের কাহিনি শোনাতে
রফিক, বরকত, সালাম আরও
কত নাম না জানা শহীদের মহিমা গাথা তার আছে জানা
তাই তো একুশ কালের সাক্ষী হয়ে প্রতি বসন্তে,
বাসা বাধঁতে চায় বঙ্গবাসীর অন্তরে,
বলতে চায় শহীদদের ত্যাগের কথা,
তাদের স্মৃতি চিরদিন হৃদয়ে আগলে রাখার কথা,
এবং বাংলার মাটি আর এর মানুষকে নিঃস্বার্থে ভালোবাসার কথা
প্রতি বসন্তে একুশ আসে রক্তিম সাজে
আসে আমাদের ঘুম ভাঙাতে
আসে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া আর
ডালিয়া ফুলের পাপড়িতে ভর করে,
ওরা প্রস্ফুটিত হয় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে
জেগে ওঠে শত বাঙালির অবচেতন মন,
শুনতে পায় প্রভাতফেরির মৃদু পদধ্বনি
বাতাসে ভেসে আসে একুশের অমর গীতি
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/আমি কি ভুলিতে পারি’
(১৯-০২-২০১৫, নমপেন, ক্যাম্বোডিয়া থেকে)