<p>মলাটবন্দী কাগজ বটে<br> তবু মোটেও ফেলনা নই,<br> অবসরের সঙ্গী আমি,<br> আমি তোমার বন্ধু, বই।<br> গ্রন্থাগারে জায়গা আমার<br> দামে হরেক রকম হই,<br> তোমার জ্ঞানের খনি আমি<br> আমি তোমার বন্ধু, বই।<br> সব সময়ের সাথি হতে<br> আমার কোনো জুড়ি নেই<br> বুকশেলফে জায়গা দিয়ো<br> যদি তোমার আপন হই। </p>
<p>মলাটবন্দী কাগজ বটে<br> তবু মোটেও ফেলনা নই,<br> অবসরের সঙ্গী আমি,<br> আমি তোমার বন্ধু, বই।<br> গ্রন্থাগারে জায়গা আমার<br> দামে হরেক রকম হই,<br> তোমার জ্ঞানের খনি আমি<br> আমি তোমার বন্ধু, বই।<br> সব সময়ের সাথি হতে<br> আমার কোনো জুড়ি নেই<br> বুকশেলফে জায়গা দিয়ো<br> যদি তোমার আপন হই। </p>