default-image

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উৎসব-আনন্দে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে স্পেনে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় হয়েছে।

স্পেনের মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বায়তুল মোকাররম জামে মসজিদ, হজরত শাহ জালাল ফুলতলী জামে মসজিদ ও আল হুদা জামে মসজিদে সাতটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও স্পেনের বিভিন্ন শহরের মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে এবার খোলা মাঠে নামাজ পড়ার অনুমতি মেলেনি। এর পরও মুসলিমরা আনন্দ-উৎসবে মসজিদে অনুমতি পেয়ে নামাজ পড়েছেন।

বাইতুল মোকাররম জামে মসজিদে প্রথম জামাতে ইমামতি করেন হাসান বিন আব্দুল্লাহ। মসজিদে অনেক নারী মুসল্লিও অংশগ্রহণ করেন। কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ, মরক্কো ও আফ্রিকার মুসল্লিরা। প্রকাশ্যে পশু কোরবানির সরকারি অনুমতি না থাকলেও বাংলাদেশি প্রবাসীদের অনেকে গরু খাসি কোরবানি দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে গরুর খামারগুলোতে। অনেকে গ্রোসারি শপে গরু, খাসি ও ভেড়া কোরবানি করেছেন। করোনার দীর্ঘ লকডাউন শেষে ঈদুল আজহার নামাজ পড়ার অনুমতি পেয়ে বাংলাদেশিসহ মুসল্লিদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

default-image

বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল খালিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর নামাজ আদায় করতে আগত মুসল্লিদের সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0