default-image

এই মেয়ে তুমি মেয়ে নও
কারও বোন নও তুমি
নও তুমি কন্যা কারও
বলো তুমি মানুষ
এমনকি মা নও,
স্ত্রী নও কারও,
বলো তুমি মানুষ
বলো মানুষ তুমি!

বলো তুমি তাদেরই মতো
যাদের তোমারই মতো
দুটি চোখ আছে
বলো তুমি তাদেরই মতো
যাদের দুটি কান আছে
বলো তুমি তাদেরই মতো
যাদের দুটি হাত আছে
বলো তুমি তাদেরই মতো
যাদের মাথা-পা সব আছে
বলো তুমি তাদেরই মতো
তোমারই মতো মন আছে যাদের,
আছে জ্ঞান-বুদ্ধি-চেতনা,
ঠিক তাদেরই মতো!

আছে কথা বলার স্বাধীনতা যত,
আছে তাদেরই মতো
বাইরে যাবার অধিকার
তাদেরই মতো যখন যা
মন চায় তাই করবার!
প্রতিষ্ঠিত করো নিজেকে যে
তুমিও মানুষ,
তুমি নও অন্য কিছু কোনো
পরে না হয় হবে তুমি
অন্য কারও কিছু
হয় কারও কন্যা বা বোন
বা কারও স্ত্রী বা জননী
যা–ই তুমি হও মেয়ে
আগে তো নিজেকে বানাও মানুষ
হও তাদেরই মতো একজন
যারা চায় তুমি হও শুধুই
ভোগের কিছু অথবা মূল্যহীন অধম।

জানিয়ে দাও তুমি নও কেউ
কেবলই ভীত থাকার,
তোমারও আছে অধিকার
আকাশে উড়বার
যখন-তখন যেদিক খুশি যাবার
তবেই মিলবে মুক্তি জেনো
ঘটবে অবসান যত অবিচারের
নির্যাতনের আর অবজ্ঞার, চিরতরে!

*লেখক: জামিলুর রহমান চৌধুরী, কিগালি, রুয়ান্ডা

বিজ্ঞাপন
দূর পরবাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন