default-image

প্রতিবারের মতো এ বছরও অস্ট্রেলিয়ার সিডনির ফেয়ারফিল্ড শো-গ্রাউন্ডে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। আগামী ৬ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে স্মিথফিল্ড রোডের ফেয়ারফিল্ড শো-গ্রাউন্ডে এ মেলা শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

এবারের মেলায় গান গাইতে আসছেন দুই প্রজন্মের খ্যাতনামা সংগীতশিল্পী বাবা-ছেলে জুটি ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ। এ ছাড়া মেলায় দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি থাকছে আতশবাজির জমকালো আয়োজন। মেলার আয়োজক বঙ্গবন্ধু পরিষদ সিডনি। মেলায় সবান্ধব আসার আমন্ত্রণ জানিয়েছেন মেলার আহ্বায়ক গাউসুল আলম শাহজাদা।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0