প্রেমহীন ভালোবাসা

ফাইল ছবি

যেদিন বুঝলাম প্রেমহীন ভালোবাসার
এক সুনিপুণ কারিগর তুমি
তত দিনে অনেক দেরি হয়ে গেছে
চটকদার বিজ্ঞাপনের ‘আকর্ষণীয় ফ্ল্যাট’গুলোর মতো
 
স্বপ্নের আপন ঘরে পা রাখতে না রাখতেই
ঝুর ঝুর করে খসে পড়ছে ভালোবাসার পলেস্তারা!
লাক্সারি রং লাগানো গ্ল্যামারাস দেয়ালগুলোর মতো
বিবর্ণে বিলীন সাধের স্বপ্নাকাশের দিগন্তরেখা
আর কত? আর কত খেলবে তুমি
প্রেমহীন এই ভালোবাসার খেলা?
অথচ অনেক সময় নিয়ে, অনেক ভেবেচিন্তে
হাজারো মিল-অমিলকে আমলে নিয়ে
ঘর ছেড়ে ঘর বাঁধার স্বপ্ন তো
দুজনে মিলেই দেখেছিলাম, তাই না?
তবে আজ কেন অমিলের মেলায় হারিয়ে গেলে?
কেন আমায় শ্রীহীন ইটের কায়ায় বন্দী রেখে
স্বপ্ন-সাধের ঘর ছেড়ে ঘর বেঁধেছ একা?
আর কত? প্লিজ বন্ধ করো, বন্ধ করো
তোমার এই প্রেমহীন ভালোবাসার খেলা।
ফিরে দেখো, এখনো বেলা শেষের বেলা আছে
নাকি অপেক্ষায় আছ সেই বিধ্বংসের আশায়
যাতে আমার সমস্ত সত্তা তলিয়ে যায় ধ্বংসস্তুপে?