default-image

ভালোবাসা এখন জানালার পাশে এসে জড়ো হয়
চড়ুইয়ের ঘুলঘুলিতে
ক্ষয়ে যাওয়া বিকেলের রোদে।

ভালোবাসার কথা মনে এলেই
মিষ্টি লবণ হ্রদের কথা মনে পড়ে যায়
নীল প্রজাপতির কথা মনে পড়ে যায়
খরস্রোতা রোদের কথা মনে পড়ে যায়
পুরোনো কবিতার কথা মনে পড়ে যায়
ঘনঘোর নিশ্বাস
পোশাক আবিষ্কারের পূর্বকথা মনে পড়ে যায়,
তোমাকে মনে হলেই
কবিতার উত্তরাধিকারের কথা মনে পড়ে যায়।

এই মনেতে এখন চৈতি আগুন
সায়াহ্নে ফিরতি পাখি
নীল নদ, অসমতল সাগর, দাহ্য ভালোবাসা
ভুলভাল বসবাসে কিংকোবরা
সংজ্ঞা বদল বেডরুম,
নিজেকেই মনে হয় ভালোবাসার এক ব্যাপারী
তোমাকে মনে হলেই
বেড়ে যায় হৃদয়ের বার্ন পার্সেন্টেজ
অথচ বিজ্ঞান জানে
আগুন নেভাবার কৌশল, তুমি জানো না।

*শরীফুল আলম, হাডসন, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
দূর পরবাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন