default-image

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমবারের মতো হয়ে গেল বাংলাদেশি নারীদের মিলনমেলা। স্থানীয় শতাধিক নারী আনন্দঘন এই অনুষ্ঠানে অংশ নেন। বিদেশের সংসার আর কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে খানিকটা সময় নিজেদের মতো করে কাটাতে ২৩ মার্চ এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরু থেকেই আনন্দ আড্ডায় ভরে ওঠে আয়োজন। স্বাধীনতা দিবসকে ঘিরে নানান সাংস্কৃতিক আয়োজন ছিল অনুষ্ঠানে। আয়োজনে আগতদের জন্য ছিল গেম শো, লটারি ও সম্মাননা প্রদান। অনুষ্ঠানের আয়োজক ছিল অস্ট্রেলিয়ার বাংলাদেশি নারীদের ফেসবুক গ্রুপ ‘অজি বাংলা সিস্টারহুড’। এর আগে গ্রুপটি সফলভাবে প্রথম মিলনমেলার আয়োজন করে সিডনিতে।

বিজ্ঞাপন
দূর পরবাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন