‘রুবাইয়াৎ-ই-হাফিজ’-এর সম্পূর্ণ পাঠের অডিও অ্যালবাম প্রকাশ

‘রুবাইয়াৎ-ই-হাফিজ’-এর সম্পূর্ণ পাঠের অডিও অ্যালবাম

ছায়ানট (কলকাতা)-র উদ্যোগে বিশিষ্ট বাচিকশিল্পী দেবাশিস বসুর কন্ঠে কাজী নজরুল ইসলামের অনূদিত গ্রন্থ ‘রুবাইয়াৎ-ই-হাফিজ’-এর অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। এই অ্যালবামটি প্রকাশ করেছেন সঙ্গীতসংস্থা কোয়েস্ট ওয়ার্ল্ড । পরিকল্পনায় সোমঋতা মল্লিক ও নির্মাণ-সৃজনে স্বাগত গঙ্গোপাধ্যায়।

‘রুবাইয়াৎ-ই-হাফিজ’ অনুবাদ-রচনার প্রেক্ষাপট প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম লিখেছেন ‘আমি তখন স্কুল পালিয়ে যুদ্ধে গেছি। সে আজ ইংরিজি ১৯১৭ সালের কথা। সেইখানে প্রথম আমার হাফিজের সাথে পরিচয় হয়। আমাদের বাঙালি পল্টনে একজন পাঞ্জাবি মৌলবি সাহেব থাকতেন। একদিন তিনি 'দীওয়ান-ই-হাফিজ' থেকে কতকগুলি কবিতা আবৃত্তি করে শোনান। শুনে আমি এমনই মুগ্ধ হয়ে যাই যে, সেইদিন থেকেই তাঁর কাছে ফারসি ভাষা শিখতে আরম্ভ করি। তাঁরই কাছে ক্রমে ফারসি কবিদের প্রায় সমস্ত বিখ্যাত কাব্যই পড়ে ফেলি। তখন থেকেই আমার হাফিজের 'দীওয়ান' অনুবাদের ইচ্ছা হয়। কিন্তু তখনও কবিতা লিখবার মতো যথেষ্ট সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। এর বৎসর কয়েক পরে হাফিজের 'দীওয়ান' অনুবাদ করতে আরম্ভ করি। অবশ্য তাঁর রুবাইয়াৎ নয় – গজল। বিভিন্ন মাসিক পত্রিকায় তা প্রকাশিতও হয়েছিল। ত্রিশ-পঁয়ত্রিশটি গজল অনুবাদের পর আর আমার ধৈর্য্যে কুলোল না, এবং ওইখানেই ওর ইতি হয়ে গেল। তারপর এস. সি. চক্রবর্তী এন্ড সন্সের সত্বাধিকারী মহাশয়ের জোর তাগিদে ওর অনুবাদ শেষ করি। যেদিন অনুবাদ শেষ হল,সেদিন আমার খোকা বুলবুল চলে গেছে! আমার জীবনের যে ছিল প্রিয়তম, যা ছিল শ্রেয়তম তারই নজরানা দিয়ে শিরাজের বুলবুল কবিকে বাংলায় আমন্ত্রণ করে আনলাম।’

ছায়ানট (কলকাতা) সভাপতি সোমঋতা মল্লিক বলেন, নজরুল ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নানা রকমের উদ্যোগ নিয়ে আছি। উল্লেখ্য করা যেতে পারে: নজরুল—দুই বাংলার সুনির্বাচিত ৬০জন শিল্পীর কণ্ঠে ১৩০টি নজরুল-সঙ্গীতের এক অসামান্য সঞ্চয়ন; ‘বুলবুল কাঁদে গজল গানে’— নজরুলের ১২টি বাংলা গজল ও সেই বিষয়ক তথ্যের একটি অনবদ্য ভিডিও উপস্থাপনা (ভাষ্যপাঠে সদ্যপ্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় ও সঙ্গীতে সোমঋতা মল্লিক); ‘ইতি নজরুল’ — দুই বাংলার সুনির্বাচিত ৪১জন শিল্পীর কণ্ঠে নজরুলের ৫৭টি পত্রের শ্রুতিভাষ্যপাঠ; ‘ঝিঙে ফুল’— নজরুলের ‘ঝিঙে ফুল’ কাব্যগ্রন্থের এক সামগ্রিক উপস্থাপনা; ‘জানা-অজানা নজরুল’ — ড: রফিকুল ইসলামের লেখনীতে কাজী নজরুল ইসলামের জীবনের বহু জানা-অজানা তথ্যসমৃদ্ধ শ্রুতিভাষ্য; ‘ছোটদের নজরুল’ — শিশু-কিশোরদের জন্য রচিত কাজী নজরুল ইসলামের ৫১টি কবিতার আবৃত্তি সংকলন; ও ‘স্মরণে নজরুল’ — কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে দুই বাংলার বিশিষ্ট ৪০ জনের স্মৃতিচারণার শ্রুতিভাষ্য সম্বলিত সিডি-অ্যালবামসহ নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় নজরুলের 'রুবাইয়াৎ-ই-হাফিজ'—এর অডিও অ্যালবাম।’