<p>চোখ দুটো লাল আর ফোলা ফোলা গাল<br> মুখ টি ও ধার বটে, গুছানো সে চাল।<br> ও মেয়ে, দেখি মুখখানা এমন কেন?<br> গাল ভরা অভিমান, রেগে আগুন যেন।<br> ও মেয়ে, চুলে চিরুনি পড়েনি যে আজ?<br> ঘরে এল অতিথি, এক গাদা কাজ।<br> তাই নেই চিরুনি, আলতা স্নো<br> অগোছালোতেই সে মিষ্টি যেন </p>
<p>চোখ দুটো লাল আর ফোলা ফোলা গাল<br> মুখ টি ও ধার বটে, গুছানো সে চাল।<br> ও মেয়ে, দেখি মুখখানা এমন কেন?<br> গাল ভরা অভিমান, রেগে আগুন যেন।<br> ও মেয়ে, চুলে চিরুনি পড়েনি যে আজ?<br> ঘরে এল অতিথি, এক গাদা কাজ।<br> তাই নেই চিরুনি, আলতা স্নো<br> অগোছালোতেই সে মিষ্টি যেন </p>