default-image

না ভাবলে বন্ধু আমায় সবার মতোই সাধারণ
সঙ্গী শুধু একাত্ম ‘বিটা-থ্যালাসেমিয়া মেজর’।
লোহিত কণিকা বাধাগ্রস্ত; অপারগ যে বড়
কোথায় অক্সিজেন? নেই অঙ্কুরিত জীবনের অবলম্বন।
উচ্ছল প্রাণ চায় নির্ভরতা নিদারুণ-
সংশয়! শক্তি কি নিঃশেষিত? নিস্পৃহ?
না দেখলে বন্ধু আমায় সবার মতোই সাধারণ
দুর্বিষহ সাধ বাঁচবার তরে ঋণগ্রস্ত।
মুখাপেক্ষী প্রতি অন্তে, প্রতি দ্বারে দ্বারে-
প্রাণবন্ত লোহিত কণিকা চায় রক্তে রক্তে।

বিজ্ঞাপন

অসম্ভাব্য নয়, সদা ভয় সদা দহে-
নিভে প্রাণ দীপ তবে কি কুসুম প্রভাতে?
না চিনলে বন্ধু আমায় সবার মতোই সাধারণ
এ নয় মোর অবহেলা যাপিত জীবনময়-
জন্মে আমি দেখলাম আলো জানিনি থ্যালাসেমিয়া-
প্রাপ্তি পেলাম উত্তরাধিকার, নিরূপিত নিঃস্বতা।
আজ কেন অজ্ঞতা? জাগাও নবীন প্রাণময়,
বিজ্ঞানের দীক্ষা আলোকিত করে তোমারই আপনজন।

না ডাকলে বন্ধু আমায় সবার মতোই সাধারণ
বলে যাও তবে উদ্ভাবিত ‘ক্রিস্পার’–এর শক্তি গুণ,
‘জিনোম এডিটিং’, ক্রিস্পার’ করে শক্তিহীন সেলে,
সচল হবে লোহিত কণিকা, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে-
অবহেলিত প্রাণ বাঁচে আশায়, স্বপ্নিল নিরত,
ভালোবাসা চায় এই আমি সবার মতোই সাধারণ।

  • লেখক: ফারহানা রুনা, গবেষক, ক্যানসার রিসার্চ, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। fruna2014@gmail.com

বিজ্ঞাপন
মন্তব্য করুন