default-image

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান।

২৯ ফেব্রুয়ারি শনিবার বিকেল পাঁচটায় সিডনির রাইডের সিভিল হলে এক বর্ণিল অনুষ্ঠানে মিলিত হবেন নটর ডেম কলেজের বিভিন্ন বয়সী প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি আয়োজন করছে অস্ট্রেলিয়ায় বসবাসরত নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াপ্রবাসী সব নটর ডেমিয়ানকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন আয়োজকেরা।

ফেসবুক ও ওয়েব লিংকে নটর ডেম কলেজ অ্যালামনাই পুনর্মিলনীর সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

ফেসবুক লিংক: <facebook.com/groups/NotredamianAlumniAustralia/>
ওয়েব লিংক: <www.ndcalumni.org.au> । বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0