default-image

অস্ট্রেলিয়ার সিডনিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আনন্দ উৎসব-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সিডনির ইস্টলেকসে বসবাসরত বাংলাদেশিদেরা গত শুক্রবার (২ এপ্রিল) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশিরা। মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। সিডনিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সাজানো হয় এ আয়োজন।

অনুষ্ঠানের একাংশে শিশু-কিশোর এবং নারীদের জন্য নানা ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে বারবিকিউ এবং দেশীয় ভোজন শেষে আনন্দঘন পরিবেশ মেতে ওঠের উপস্থিত বাংলাদেশিরা।

বিজ্ঞাপন
দূর পরবাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন