অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ডাক্তারদের টেলিহেলথ সেবা

সংবাদ সম্মেলনে কথা বলছেন পরিচালনা কমিটির সদস্য ড. ফাইজুর রেজা
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে বিনা মূল্যে টেলিহেলথ সেবা দিতে একটি উদ্যোগ নিয়েছে ‘হেলথ অব লাভড ওয়ানস (হোলো)’। অলাভজনক বাংলাদেশিদের সংগঠনটির উদ্যোগে নিবন্ধিত অস্ট্রেলিয়ান-বাংলাদেশি চিকিৎসকদের মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হবে। গত ২১ নভেম্বর সিডনির লাকেম্বায় উদ্যোগটির কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটির পরিচালনা কমিটি।

উদ্যোগের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা তাঁদের পরিবারের সদস্য যাঁরা বাংলাদেশে রয়েছেন, তাঁদের স্বাস্থ্যসেবা প্রদান করতে পারবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করা এই টেলিহেলথ সেবার মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হবে। কার্যক্রমটিতে অংশ নেওয়া যাবে www.holonow.com.au ওয়েবসাইটের মাধ্যমে বলে জানান পরিচালনা কমিটির সদস্যরা।