আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি এরফানের কৃতিত্ব

ইন্দোনেশিয়ার জোগজাকার্তায় আহমেদ দালান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. এরফান রাশেদ। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার জোগজাকার্তায় আহমেদ দালান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. এরফান রাশেদ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আলোকচিত্রী প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী মো. এরফান রাশেদ পদক পেয়েছেন। ইন্দোনেশিয়ার জোগজাকার্তায় আহমেদ দালান বিশ্ববিদ্যালয় আয়োজিত ওই প্রতিযোগিতায় তিনি তৃতীয় হয়েছেন।

আন্তর্জাতিক আলোকচিত্রী প্রতিযোগিতায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, চীন, বেলজিয়াম, হাঙ্গেরি, ফিলিস্তিন, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, মাদাগাস্কারসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। মো. এরফান রাশেদ তাঁর ছবির মাধ্যমে ঐতিহ্যগত জাপানিজ বর্ণমালাসহ তাদের জীবনযাত্রা তুলে ধরেন। এর পাশাপাশি ওই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ক্যাম্পে তিনি সেরা গ্রুপ লিডারের খ্যাতি অর্জন করেন।

ইন্দোনেশিয়ার আহমেদ দালান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আলোকচিত্রী প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী মো. এরফান রাশেদ তৃতীয় হয়েছেন। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার আহমেদ দালান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আলোকচিত্রী প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী মো. এরফান রাশেদ তৃতীয় হয়েছেন। ছবি: সংগৃহীত

মো. এরফান রাশেদ আহমেদ দালান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ইন্দোনেশিয়া সরকারের দারমাসিসওয়া পূর্ণাঙ্গ শিক্ষা বৃত্তি নিয়ে তিনি সেখানে পড়াশোনা করছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে পড়েছেন মো. এরফান রাশেদ।