আমার ভাবনাগুলো

আমি জন্মেছি তো কি হয়েছে
আছে কি কোনো চিহ্ন কোথাও
রেখেছি অবদান!!!
ভেবেছি কেবল নিজেকে নিয়ে
সাজাব গোছাব নিজেকে নিজের মতো করে
কি হলো না হলো ভাবার সময়তো নেই অফুরান!!!

এত মানুষ অনাহারে মরে
দিয়েছি কি কোথাও কোনো অন্ন
আমিতো ব্যস্ত যাব হেথা, আকাশ ছুঁব
ভাগ্য হবে যেথা সু-প্রসন্ন!!

আমি দেখছি না তাদের, আনলেন যারা,
দিলেন বিসর্জন যত!
করেছি দূর, রেখেছি তাদের অন্য কোনোখানে
হয়তো করেছি ঠিকানা কোনো বয়স্ক নিবাসে !!!

পাশের বাড়ির ছেলেটি অপলক দৃষ্টিতে
তাকিয়ে তার সহপাঠীদের দিকে
ওরা পড়তে স্কুলে যায়, তার অক্ষমতা!
পেরেছি কি তাকে শোনাতে কোনো আশার বাণী!!!
তারই সমবয়সী মেয়েটির ব্যাগ কাঁধে নিয়ে
হাঁটছে যে মেয়েটি, তারও তো স্কুলে যাওয়ার কথা ছিল
তাকেও তো পারিনি দিতে কিছু..!!!

অথচ যার যা হওয়ার কথা ছিল না
সে তাই হচ্ছে
অবৈধ পথে কাড়ি কাড়ি টাকার পাহাড় গড়ছে
গুণী-জ্ঞানীরা মাথা নিচু করে চলছে
তাদের অহমিকা আর অন্যায় অবিচারের
কাছে জিম্মি হয়ে !
মানুষ মানুষকে মারছে, কখনো গুলিতে,
কখনো লাঠির আঘাতে
হচ্ছে গুম, মিলছে লাশ
আমি শুধু ভাবি, ভাবি আর ভাবি
বলি বা কখনো---
কোথায় এর শেষ?