করোনা সমাচার

বৃষ্টির মতো বিশ্বব্যাপী ঝরছে অবিরাম
মহামারি করোনা ব্যাধি নেই কোথাও বিরাম
সর্দি-কাশি-শ্বাসকষ্ট-জ্বর হলেই মনে ভয়
গলাব্যথা-শরীরব্যথা ভাবনা আরও বাড়ায়
আরও আরও উপসর্গ-আছে কিছু ভাবায়
শরীরব্যথা মাথাব্যথা বমি বমি গা ম্যাজম্যাজ হয়
এমন সংকেত এলে পরে বিলম্ব উচিত নয়
চিকিৎসা-সেবা–সতর্কতা থাকবে অবশ্যই।

প্রয়োজন হলে নিত্যপণ্য বাইরে যেতে হয়
স্বাস্থ্যবিধি মেনে যেন থাকে দূরত্ব বজায়
নিজের জন্য সবার জন্য সুস্থতা নিশ্চয়
জনে জনে সচেতনতা বাঁচার একমাত্র উপায়।

হিংসা-বিদ্বেষ-আধিপত্যে জীবনের অপচয়
রকেট-বোমা-অ্যাটোম বোমা-মিসাইলে রক্ত ক্ষয়
বৈরী হাওয়া উথাল–পাতাল এড়ানো ভীষণ দায়
বিষবাষ্প ছড়ায় এখন সম্প্রীতি বাঁচার উপায়
জ্ঞান-বিজ্ঞানের খাতা খুলে একত্রে বস সবাই
মহান প্রভু সদয় হলে নিরসন অবশ্যই
সৃষ্টির সেরা মানুষ ছাড়া অন্য কিছু নয়
সংক্রামক-ব্যাধি হোক না বড় প্রতিরোধ নিশ্চয়
বিশ্বময় অশ্রু কাতর মানবতা অসহায়
মানবসেবায় করোনাযোদ্ধা ভালোবাসা অক্ষয়।

*লেখক: পরিচালক, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়