কোয়ারেন্টিনবিহীন চালু হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সীমান্ত

অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডের ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনমুক্ত যাত্রা শুরু। সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের নিউজিল্যান্ড থেকে আসা যাত্রী। ছবিটি ১৯ এপ্রিল তোলা
ছবি: রয়টার্স

প্রায় ৪০০ দিন পর কোনো বাধানিষেধ ছাড়াই বিমান চলাচল চালু হয়েছে অস্ট্রেলিয়া ও তার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের মধ্যে। গতকাল সোমবার থেকে ‘এয়ার বাবল ট্রাভেল’ পদ্ধতিতে দুই দেশের বাসিন্দাদের মধ্যে বিমানে যাতায়াত স্বাভাবিক করা হয়েছে। ফলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাসিন্দাদের দুই দেশে ভ্রমণে কোনো সীমাবদ্ধতা যেমন থাকছে না, তেমনই ভ্রমণের আগে ও পরে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনেও থাকতে হবে না।

অন্যদিকে অস্ট্রেলিয়ার এশিয়ার হাব সিঙ্গাপুরের সঙ্গে এয়ার বাবল ট্রাভেল চালু করা যায় কি না, এ নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী মাইকেল ম্যাককোরম্যাক বলেন, ‘আমরা প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছি। তবে সিঙ্গাপুর আমাদের তালিকার শীর্ষে থাকলেও এশিয়ার আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে আমাদের। জাপান, উত্তর কোরিয়া ও তাইওয়ানের মতো স্বল্প সংক্রমণের দেশগুলোর সঙ্গে এয়ার বাবল ট্রাভেল চালু করা হতে পারে।’ ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশের নাগরিক নিউজিল্যান্ড কিংবা অন্যান্য দেশের সঙ্গে এয়ার বাবল চালু হলে ১৪ দিনের কোয়ারেন্টিন করে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনবিহীন প্রবেশ করতে পারে বলে মত দিয়েছেন সীমান্ত বিশেষজ্ঞরা।