কোরিয়ার মানবিক সহায়তা বাংলাদেশে

দক্ষিণ কোরিয়া থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান। ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়া থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ তাৎক্ষণিক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিক কার্যক্রম হিসেবে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান।

গত বুধবার (১৭ জুন) বিমানবাহিনীর ১৫ জন এয়ার ক্রু দক্ষিণ কোরিয়ার উদ্দেশে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা ত্যাগ করেছিল। বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর সৈয়দ সাইদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। মিশন সুসম্পন্ন করার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের নিমিত্তে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান দক্ষিণ কোরিয়ায় অবতরণ করে বুধবার স্থানীয় সময় রাত ১১টায়। ছবি: সংগৃহীত
চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের নিমিত্তে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান দক্ষিণ কোরিয়ায় অবতরণ করে বুধবার স্থানীয় সময় রাত ১১টায়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে ও কোরিয়া সরকারের সহযোগিতায় বেসরকারি কিছু প্রতিষ্ঠান থেকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন, ব্যক্তিগত সুরক্ষাসহ (পিপিই) অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা কাজী শফিকুল হাসান, বিএসপি, এডব্লিউসি, পিএসসি।

সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে ও দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান করোনা শনাক্তের কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন, ব্যক্তিগত সুরক্ষা প্রদান করে। ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে ও দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান করোনা শনাক্তের কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন, ব্যক্তিগত সুরক্ষা প্রদান করে। ছবি: সংগৃহীত

চিকিৎসাসহায়ক সামগ্রী সংগ্রহের নিমিত্তে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান দক্ষিণ কোরিয়ায় এসে অবতরণ করে বুধবার স্থানীয় সময় রাত ১১টায়।