জার্মানিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জার্মানিতে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জার্মান আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির আয়োজনে ১৬ জানুয়ারি বার্লিন থেকে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় আমেরিকা ইউরোপ ও জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে নেতা-কর্মী ও বঙ্গবন্ধুপ্রেমীরা অংশগ্রহণ করেন।

বক্তারা সভায় বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন তাঁর স্বপ্নের স্বাধীন সোনার বাংলায় প্রথম পা রেখেছিলেন। বাঙালি জাতি সেদিন মুক্তির আসল স্বাদ পেয়েছিল। বঙ্গবন্ধুর হাত ধরেই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রবেশ করেছিল গণতন্ত্রের এক আলোকিত অভিযাত্রায়।

সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী মাসুম মিয়া। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মোবারক আলী ভূঁইয়া বকুল। কারিগরি সহায়তা করেন অমিত মজুমদার ও সেলিম ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগ সাবেক প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির। প্রধান বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী স্মরণে জার্মানিতে বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে জার্মানি ভাষায় প্রকাশিত বইয়ের সম্পাদক অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জয়নাল হক, মানবাধিকারকর্মী ও লেখক সাংবাদিক সরাফ আহমেদ, আমেরিকা থেকে বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী (কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ইউএসএ কমান্ড ইনচার্জ), লন্ডন থেকে বীর মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান, জেনেভা থেকে কামাল হোসেন, ইতালি থেকে হাজী শাহ আলম।

জার্মান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে হাফিজুর রহমান আলম, মিজানুর হক খান, মাবু জাফর স্বপন ও মাহফুজ ফারুক, নুরজাহান খান নুরি, হাকিম টিটু ও খান লিটন বক্তব্য দেন। সভায় জার্মান আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী রুবেল, নজরুল ইসলাম খালেদ, রোমান মিয়া ও কাজী মওদুদ রংকু, বার্লিন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাসুদুর রহমান মাসুদ, নর্দ রাইন-ভেস্টফালেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর আলম, বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ আরও অনেকেই বক্তব্য দেন।