জীবনের কাছে প্রশ্ন

অলংকরণ: মাসুক হেলাল

হে জীবন,
তোমায় কিছু প্রশ্ন রাখি...
বলো, কষ্ট কাকে বলে, কোথা হতে কষ্টের উৎপত্তি?
বিশেষজ্ঞ ডাক্তার ও বিজ্ঞানীদের কাছে গিয়েছিলাম
অনেক পরীক্ষা-নিরীক্ষা, বিস্তর গবেষণা করেও
সবাই হলো ব্যর্থ, কেউ সঠিক উত্তর দিতে পারেনি।
আচ্ছা, মানুষ কেন এত নিঃসঙ্গতা অনুভব করে?
চারিদিকে এত মানুষ, তবু কেন কেউ কারও নয়?
দিন শেষে প্রতিটি মানুষ নিজের কাছে নিজেই একা।
জীবন তখন আড়ালে মুখ লুকিয়ে মুচকি হাসে
অতঃপর গম্ভীর গলায় কানের কাছে জানিয়ে দেয়—
উত্তরটা তোমার কাছেই, তবে কেন প্রশ্ন রাখো বন্ধু?
‘কষ্ট ও নিঃসঙ্গতা’ সঙ্গী করেই জীবন পাড়ি দিতে হয়।


*লেখক: সৈয়দ আসাদুজ্জামান সুহান, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট, কুইন্স, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র