জেনেভায় প্রধানমন্ত্রীর শপথপাঠে অংশগ্রহণ

‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা শুধু স্বাধীনতাই পাইনি, পেয়েছি জাতি হিসেবে মর্যাদা ও উন্নয়নের অগ্রযাত্রা’ বলে মন্তব্য করেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান। গত বৃহস্পতিবার বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত আলোচনা সভার সভাপতি হিসেবে তিনি আরও বলেন, পাকিস্তান শাসনামলে বাঙালি জাতির প্রতি সব বঞ্চনা ও উপেক্ষার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। স্বাধীনতা অর্জন করতে পেরেছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।

আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করে বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালির মুক্তিসংগ্রামের নেতা ছিলেন না, ছিলেন সারা পৃথিবীর নিপীড়িত মানুষের সাহস ও প্রেরণার উৎস। এ ছাড়া তাঁরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভার পরে জেনেভা থেকে স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচালিত শপথপাঠে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণকে উপলক্ষ করে নতুন প্রজন্মসহ সবাইকে জাতির জনকের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার মহতী প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শপথ পাঠ করান।

অনুষ্ঠানের শুরুতে মিশনের কর্মকর্তারা বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন। এ ছাড়া জাতি বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি