তুমি বদলাওনি, বদলেছি আমি

ছবি: সংগৃহীত

তুমি ঠিকই বলেছ,
তুমি বদলাওনি, বদলেছি আমি।
প্রথম যেমন তুমি অবহেলা করতে
এখনো তেমনি করছ, একটুও বদলাওনি।

তুমি ঠিকই বলেছ,
তুমি বদলাওনি, বদলেছি আমি।
তোমার প্রতি আমার তীব্র ভালোবাসা
প্রথম যেমন পাত্তা পায়নি, এখনো পায় না
তোমাকে ভেবে নষ্ট করা আমার হাজারো রাত,
তোমাকে দেখার আশায় পার করা অসংখ্য দিন,
তোমার হাতে হাত ধরে ঘুরে বেড়ানোর তীব্র আশা
প্রথম যেমন পাত্তা পায়নি, এখনো পায় না
তুমি ঠিকই বলেছ,
তুমি বদলাওনি, বদলেছি আমি।

ভালোবাসাহীন আমার এই যাযাবরজীবনে
একটু সুখের নীড় আর গাঢ় প্রেমের বন্ধনে তোমাকে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষার ঢেউ
তোমার মনের ইস্পাতকঠিন দেয়ালে মাথা কুটে আগে যেমন বিলীন হচ্ছিল, এখনো হচ্ছে।
তুমি ঠিকই বলেছ,
তুমি বদলাওনি, বদলেছি আমি।
আমি এখন আমার সমস্ত ইচ্ছা, রাগ, দুঃখ, ভালোবাসা, তোমাকে পাওয়ার আশা,
মহাকাশ আর প্রকৃতিতে ছড়িয়ে দিলাম
শরতের শুভ্র মেঘে, ঝিরিঝিরি হাওয়ায়,
কিংবা বিকেলের মিষ্টি রোদে,
আমি মিশে যাব শীতের রৌদ্রোজ্জ্বল সকালে
কিংবা রাতের কনকনে ঠান্ডা হাওয়ায়,
তোমাকে জড়িয়ে রাখব পরম উষ্ণতায়।

আমি মিশে যাব বর্ষার ঘন কালো মেঘে,
ঝড়ে পড়ব ঝিরিঝিরি বৃষ্টি হয়ে কিংবা মুষলধারে
তুমি ভিজবে আমার ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়ায়।
তুমি জানবেও না, ও সবকিছুতেই আছি আমি।
তুমি ঠিকই বলেছ,
তুমি বদলাওনি, বদলেছি আমি।