তুমুল প্রেমিক

কবিতা

এখন আমরা কেউ কাউকে আর জান বলে ডাকি না
দুজনেই কালোত্তীর্ণ মানুষ
অভিমান, সংশয় এখন আমরা কল্পনাতেই রাখি
মনে হয় বিবদমান হিসহিস
এ যেন ম্যাগমা হলুদ দ্বীপে
টেকটোনিক প্লেটের মতো ধাক্কাধাক্কি খেলা।

বরফের ওপর পায়ের ছাপ এখন কেবলই স্মৃতি
ন্যাড়া গাছগুলো কিছুদিন বাদে আবার সবুজ হবে
‘আমি তোমাতে করিব বাস  
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস’
না এমন কথা আর বলা যাবে না,
সামুদ্রিক চিলের মতো আর ফেরাও হবে না,
ঘন ঝাউবনে কাঁকড়া কিংবা মেরুদণ্ডহীন চিংড়ি
কঙ্কাল ভূত মধ্যাহ্ন পথে সেও জিতে গেছে গ্যালাক্সিতে।

পলিমাটির শরীর
তাই ইচ্ছাতে এখন আর কোনো লোভ নেই,  
ক্যালসিয়ামেও প্রচুর ঘাটতি
ব্যক্তিগত মানুষ অল্প ব্যবধানে সেও পর হয়েছে
মনের বারান্দায় দুঃখগুলো এখন কেবলই ভিড় করে,
মরা শিমুলডালে ক্লোরোফিল নেই
তুমুল প্রেমিক হবার জন্য তার আর দরকার নেই।

*লেখক: শরীফুল আলম, হাডসন, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র