দক্ষিণ কোরিয়ায় ইপিএস কর্মীদের জন্য বিএ কোর্স চালু

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইনে উচ্চশিক্ষা কার্যক্রম চালুকরণের এটিই প্রথম উদ্যোগ। ওই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন অতিথি অংশগ্রহণ করেনছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি ইপিএস কর্মীদের জন্য অনলাইনে বিএ (পাস) কোর্স কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সিউলে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে (জুমের মাধ্যমে) হয়েছে সিউলের স্থানীয় সময় গতকাল রোববার বেলা ২টায় এবং ঢাকার স্থানীয় সময় বেলা ১১টায়।

অনলাইন ও দূরশিক্ষণ কোর্সে ভর্তি হওয়া বাংলাদেশি ইপিএস কর্মীদের উৎসাহ প্রদান করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভিডিওবার্তা এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ লিখিত শুভেচ্ছাবার্তা পাঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, রেজিস্ট্রার ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী এবং সিউলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন অতিথি অংশগ্রহণ করেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইনে উচ্চশিক্ষা কার্যক্রম চালুর এটিই প্রথম উদ্যোগ।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের ‘সকলের জন্য মানসম্মত শিক্ষা’ নীতির আলোকে এ শিক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এ শিক্ষা কার্যক্রম মূলত তাঁদের জন্য, যাঁরা তাঁদের পড়াশোনা অসমাপ্ত রেখে শ্রমবাজারে প্রবেশ করেছেন। তিনি আশা করেন, বাংলাদেশি ইপিএস কর্মীরা বিএ পাস কোর্স সম্পন্ন করার মাধ্যমে তাঁদের নিজস্ব দক্ষতার উন্নয়ন সাধন করতে পারবেন। তিনি এ কোর্সে ভর্তি হওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো ভিডিওবার্তায় এ কর্মসূচির সঙ্গে সংযুক্ত সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, উচ্চশিক্ষা তাঁদের দক্ষতার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে এবং এর ফলে তাঁরা দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও অবদান রাখতে পারেন। সব শ্রেণির ইপিএস কর্মী ও শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব দক্ষিণ কোরিয়ায় ফিরে যাওয়ার বিষয়ে এবং দক্ষ কর্মী গঠনে বাংলাদেশে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার বিষয়ে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়টি ভিডিওবার্তায় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ শুভেচ্ছাবার্তায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং বিশেষত আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শ্রমবাজার টিকিয়ে রাখতে কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান অনলাইনভিত্তিক শিক্ষা প্রদানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গৃহীত উদ্যোগ ও কর্মসূচির ওপর বিস্তারিত তুলে ধরেন। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের এ অনলাইন কোর্স–সম্পর্কিত কারিগরি ও একাডেমিক উভয় বিষয়ে মূল্যবান নির্দেশনা দেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের কোর্স–সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা দেন।

আলোচনা অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যৌথভাবে বিএ পাস কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাঁরা এ শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত করতে সংশ্লিষ্ট সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।