দক্ষিণ কোরিয়ায় দুর্গাপূজা উদ্‌যাপন

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার পূজা পরিষদের প্রত্যক্ষ সহযোগিতায় এ বছরের দুর্গাপূজা কমিটি সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা গিয়ংগিদোর খোয়াংজু উরিজল বৌদ্ধমন্দিরে আয়োজন করে। করোনা বিধিনিষেধের কারণে এবারের আয়োজন শহর থেকে কিছুটা দূরে হলেও সম্প্রদায়ের মানুষেরা শৈল প্রকৃতির কোলে দুর্গতিনাশিনী মায়ের আরাধনায় দুই দিনব্যাপী আনন্দমেলায় উদ্বেল ছিলেন।

ছবি: সংগৃহীত

১৫ থেকে ১৭ অক্টোবরের আয়োজন বাংলাদেশে অষ্টমী পূজার দিন থেকে শুরু হওয়া হামলার খবরে ভক্তরা ক্ষুব্ধ ও হতভম্ব। অমলিন আনন্দ বিষাদে রূপ নিলেও এ জঘন্যতম কাজের জন্য একরাশ ঘৃণা প্রকাশ ব্যতীত তাঁদের কিছুই করার ছিল না। দশমী পূজার শেষে উপস্থিত ভক্তরা বাংলাদেশের ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সংক্ষিপ্তসার তুলে ধরেন। পরিশেষে একটি প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
*লেখক: হাসি রানী বাড়ৈই, অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া