‘নজরুলের খোঁজে’: আনন্দধারা আর্টসের সাপ্তাহিক আয়োজন

১১ জ্যৈষ্ঠ, ২৫ মে নজরুলের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে লন্ডনের সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস নজরুলের জীবনীকেন্দ্রিক ‘নজরুলের খোঁজে’ নামক অনলাইন লাইভের নিয়মিত আয়োজন করেছে। গত ২৩ মে এ আয়োজনের প্রথম পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী খাইরুল আনাম শাকিল। এ আয়োজনে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রথিতযশা গবেষক, শিক্ষক, নজরুলের জীবনীকার লেখক ড. গোলাম মুরশিদ। ড. ইমতিয়াজ আহমেদের পরিকল্পনা ও সঞ্চালনায় প্রথম পর্বটি সাজানো হয়েছিল নজরুলের ছেলেবেলা নিয়ে।

এ ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্ব প্রচারিত হয় ৩০ মে। এ পর্বের বিষয়বস্তু ছিল সৈনিক নজরুল। সৈনিকজীবন সম্পর্কে খুব অল্পই জানা যায়, ফলে এ পর্ব শ্রোতা–দর্শকের বিশেষ আগ্রহের কারণ হয়ে ওঠে। গোলাম মুরশিদের প্রাজ্ঞ আলোচনায় নজরুলের সৈনিকজীবনের অনেকটাই আমদের সামনে উঠে আসে। আড়াই বছরের এ শৃঙ্খলাবদ্ধ জীবনে নজরুলের গানের চর্চা, ফারসি ভাষাশিক্ষা, বাইরের পৃথিবীর নানা বিষয়ের সঙ্গে যোগাযোগ ঘটা, এ সময়ের লেখালেখি এবং জীবনযাপন নিয়ে নানা তথ্য–উপাত্ত উপস্থাপনের মধ্য দিয়ে গোলাম মুরশিদের আলোচনা দর্শককে ঋদ্ধ করেছে।

দ্বিতীয় পর্বের এ আয়োজনে প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী শারমিন সাথী ইসলামের গান শ্রোতাদের মুগ্ধ করেছে। আনন্দধারা আর্টসের কর্ণধার ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় নজরুলের জীবনীনির্ভর এ আয়োজন ইতিমধ্যে শ্রোতা–দর্শকের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।
‘নজরুলের খোঁজে’ ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে ফেসবুক লাইভে প্রচারিত হবে।