নাইরোবিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ৫০তম বিজয় দিবস উদ্‌যাপন করেছে। ১৬ ডিসেম্বর সকালে হাইকমিশন প্রাঙ্গণে মিশনের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতির পিতার জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে হাইকমিশনে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন হাইকমিশনার। বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে জাতির পিতার মহান জীবন ও কর্মকে ফুটিয়ে তোলা হয়।

বিকেলে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে মিশনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির পিতা, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিজয় দিবসের বাণী পাঠ করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের কয়েকজন দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন। শেষে হাইকমিশনারের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শেষ হয়।

কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সব আয়োজন সম্পন্ন হয়। বক্তারা জাতির পিতা আর আমাদের মহান স্বাধীনতা ও বিজয় অর্জনে অবদান পালনকারী ব্যক্তিবর্গের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনায় দেশ গড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। হাইকমিশনার তাঁর বক্তব্যের প্রথমেই সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানান। বিজয় উদ্‌যাপনের ক্ষণে তিনি জাতির পিতা, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের শহীদ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করা সব ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন। অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত বিজয়ের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়াতেই এই অর্জন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। বিজ্ঞপ্তি