পরিণতি কী?

এই যে এত ভালোবাসো...তুমি, হুম্‌ তোমাকেই বলছি...
- কেন এত ভালোবাসো?
উন্নাসিক ভাব নিয়ে, সবটুকু অস্তিত্বে মিশে থাকো
পরিণতি কী, ভেবেছ?
চার হাত এক হবে কখনো?
নাকি বেলা বোসের মতো তোমার চাকরির প্রতীক্ষায় থাকতে থাকতে আমারও একদিন বিয়ে হয়ে যাবে?
অথবা হাজার বছরের ভালোবাসা শিকেয় তুলে বলবে, নাহ্,  বাবা–মা রাজি হলো না, ভুলে যাও আমায় তুমি?
নাকি বলবে, কোন সাহসে তোমার বাবা–মায়ের সামনে দাঁড়াব, কিছু তো নেই আমার...ভুলে যাও!
অথবা বলবে...তোমার সঙ্গে আর চলছে না আমার! দুজনেরই মঙ্গল এতে যে আজকের পর আমরা অচেনা হয়ে যাব?
নাকি কিছু না বলেই একদিন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে তুমি হারিয়ে যাবে আমার জগৎ থেকে?

অথবা হুট করেই দেখব কোনো এক সকালে কিছুই না বলে তুমি অন্য কারও বাহুলগ্ন হয়ে হাসিমুখে আমারই সামনে দিয়ে হেঁটে যাচ্ছ?
কী লাভ বলো এভাবে ভালোবেসে তবে?
যদি নাই হবে কোনো দিন আপনজন, দুদিনের ভালোবাসার নাটক কেন? স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে সারা জীবন বেঁচে থেকে কী লাভ বলো?
একসমুদ্র ভালোবাসায় ডিঙি নৌকা ভাসানোর আগে...বলো, ভাবা উচিত নয়?
সাঁতার জানো? নৌকা বাইতে পারো? ঝড় উঠলে তীরে সাবধানে নোঙর করতে পারবে? আগলে রাখতে পারবে? সারা জীবন এভাবেই ভালোবাসবে?
নাকি নৌকা ডোবাবে?
সাঁতার তো ছাই আমিও জানিনে
সমুদ্রে নৌকা ডোবালে, সাঁতরে তো বাঁচতে পারব না! আগলে তীরে পৌঁছাতে না পারলে...ভেবেছ কী হবে?
নৌকাডুবি? কী হবে বলো তো?

অত অথই জলে ঝড়ের তাণ্ডবে কেউ বাঁচে বলো?
সাঁতার তো তুমিও জানো না!
তার চেয়ে এই ভালো, আমরা কেউ কাউকে কখনোই না চিনি!
ভালোবাসার কথা নাই বলি?
একবার ভালোবেসে ফেললে তার শবদেহ ব্যবচ্ছেদ করার মতো দুঃসাহস আমার নেই!
এত ভালোবেসে তোমায় অবিশ্বাস করতে হবে শেষে? বাঁচতে পারব বলো তারপর?
এই ভালো তুমি তোমার পৃথিবী সাজাও তোমার মতো!
আমি নাহয়...থাকি আমারই মতো—কোনো প্রত্যাশা ভঙ্গ হওয়ার দুঃস্বপ্ন না দেখে?
ভালো না বাসা মানতে পারব। ভালোবাসার অপমান?
কক্ষনো নয়!